নয়া দিল্লীঃ অর্জুন পুরস্কার প্রাপ্ত শুটার শ্রেয়সী সিং (Shreyasi Singh) রবিবার ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগ দেন। শ্রেয়সী সিং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিংয়ের কন্যা। শ্রেয়সী সিং বিজেপি নেতা ভুপেন্দ্র যাদবের হাত ধরে আজ বিজেপির সদস্যতা গ্রহণ করেন। এরপর শ্রেয়সী সিং বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সাথেও সাক্ষাৎ করেন।
Delhi: Shooter Shreyasi Singh, daughter of former union minister late Digvijay Singh, joins Bharatiya Janata Party (BJP) in presence of party leader Bhupendra Yadav. pic.twitter.com/UGq4WFL6jR
— ANI (@ANI) October 4, 2020
https://platform.twitter.com/widgets.js
২৯ বছর বয়সী শ্রেয়সী সিং খেলার ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে নামলেন। বেশ কিছুদিন ধরেই ওনার রাজনীতির ময়দানে নামার চর্চা চলছিল। প্রথমে শোনা যাচ্ছিল যে তিনি লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলে যুক্ত হতে পারেন। কিন্তু সব জল্পনার অবসান ঘতিয়ে শ্রেয়সী সিং রবিবার বিজেপির সাথে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেন।
Delhi: Shooter Shreyasi Singh, daughter of former union minister late Digvijay Singh, meets Bharatiya Janata Party (BJP) President JP Nadda. https://t.co/QotzzUQZXf pic.twitter.com/MDAyz7vou8
— ANI (@ANI) October 4, 2020
https://platform.twitter.com/widgets.js
শোনা যাচ্ছে যে, বিজেপি এবার শ্রেয়সী সিংকে নির্বাচনের টিকিটও দিতে পারে। শ্রেয়সী ন্যাশানাল লেভেলের শুটার। ২০১৮ সালে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন। এর আগে তিনি গ্লাসগোতে ২০১৪ সালে হওয়া ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে তিনি ব্রোঞ্জ পদক হাসিল করেছিলেন। এছাড়াও তিনি অর্জুন পুরস্কারে সন্মানিত হয়েছেন।
The post গেরুয়া শিবিরে নাম লেখালেন দিগ্বিজয় সিংয়ের কন্যা তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত শুটার শ্রেয়সী সিং first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3cYtvxt
Bengali News