নয়া দিল্লীঃ নেপালের (Nepal) কেপি শর্মা ওলি (KP Sharma Oli) সরকার আর ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি প্রায় দিনই আজব আজব সব বিবাদ সৃষ্টি করছে। এর আগে বলেছিলে, আসল অযোধ্যা নেপালে আছে, ভগবান রাম নেপালি। এবার ভারতের এই শহরকে নিজেদের বলে দাবি করা শুরু করেছে কেপি শর্মার নেতৃত্বাধীন নেপালি সরকার। নেপাল মাঝে সাঝেই অযৌক্তিক অভিযান চালানোর কাজ করছে। প্রথমে কালাপানি নিয়ে বিতর্ক সৃষ্টি করল, আর সেটা নিয়ে ডাল না গললে নিজেদের ইচ্ছেমত নকশা বানিয়ে ফেলল।

চীনের ইশারায় নেপাল সেখানেই থেমে না থেকে এবার তাঁরা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনকে (Dehradun) নিজেদের বলে দাবি করে বসেছে। আর এরজন্য তাঁরা গ্রেটার নেপাল ক্যাম্পেন চালায়। নেপালের ক্ষমতায় থাকা দল সে দেশের নাগরিকদের উসকানি দিয়ে এই ক্যাম্পেনে যুক্ত করছে। আর এরজন্য তাঁরা অনেক কয়েকটি ট্যুইটার অ্যাকাউন্ট ও ফেসবুক আইডিও বানিয়েছে।
ভারতীয় শহরকে নিজেদের বানানোর জন্য নেপাল ১৮১৬ সালে হওয়া সুগৌলী চুক্তির আগের ছবি প্রকাশ করে নিজেদের দেশের নাগরিকদের উস্কানি দিচ্ছে। আর এই ক্যাম্পেনে বিদেশে থাকা নেপালি নাগরিকরাও অংশ নিচ্ছে। নেপালের নাগরিকদের মাধ্যমে সেখানকার সরকার গ্রেটার নেপাল ইউটিউব চ্যানেলে আর ট্যুইটারে বিষ উগড়ে দিচ্ছে। শুধু তাই নয়, নেপালের এই ক্যাম্পেনে পাকিস্তানিরাও অংশ নিয়েছে। নেপালে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হওয়ার পর গ্রেটার নেপাল অভিযান ধীরে ধীরে বেড়ে চলেছে।
নেপাল ভারতের ধার্মিক স্থান অযোধ্যা আর সনাতনী হিন্দুদের প্রতীক ভগবান শ্রী রাম চন্দ্রেকে নিজেদের বলে দাবি করেছিল। কালাপানি বিবাদের পর সীমান্ত অতিক্রমণের পর ভারতের উপর সাংস্কৃতিক অতিক্রমণের অভিযোগ তুলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দাবি করেছিলেন যে, ভগবান রাম নেপালে জন্ম নিয়েছিলেন আর আসল অযোধ্যা নেপালে আছে।
The post দেরাদুনকে নিজেদের বলে দাবি করে গ্রেটার নেপাল ক্যাম্পেন চালাচ্ছে নেপালি বাহাদুর কেপি শর্মা ওলি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/32EqezS
Bengali News