-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী মোদীর ওয়েবসাইটে লিঙ্ক থাকা টুইটার একাউন্ট হ্যাক করে চাওয়া হল টাকা! তদন্তে নামল স্পেশাল টিম

- September 02, 2020

বিশ্বের নানা প্রান্ত থেকে বড়ো বড়ো ব্যাক্তিত্বের টুইটার একাউন্ট হ্যাক হওয়ার খবর সামনে আসার পর এখন ভারতেও এমন খবর আসা শুরু হয়েছে। ভারতের সবথেকে প্রভাবশালী একাউন্টের উপরে হ্যাকারদের কুদৃষ্টি পড়েছে। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার একাউন্ট কিছুক্ষনের জন্য হ্যাক করে নেওয়া হয়েছিল।

একাউন্ট হ্যাক করে বেশকিছু টুইট করা হয়েছিল। যারপর বিশেষ টিম একাউন্ট রিকোভারে নামে পড়ে। রিকভারির পর টুইটগুলি ডিলেট করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী মোদীর টুইটার একাউন্টটি narendra_modi এর সাথে লিংক রয়েছে। হ্যাক করার উপর হ্যাকাররা বিট কয়েনের দাবি তুলেছিল। হ্যাকারসরা টুইট করে ক্রিপ্টো ক্যারেন্সির মাধ্যমে পিএম রিলিফ ফান্ডে দান করতে বলে। পিএম মোদির পার্সোনাল ওয়েবসাইটের টুইটার একাউন্টে একটা ম্যাসেজ লেখা হয়েছিল।

https://platform.twitter.com/widgets.js

লেখা হয়েছিল- “আমি আপনাদের অনুরোধ করছি যে COVID-19 এর জন্য তৈরি করা পিএম মোদী রিলিফ ফান্ডে ডোনেট করুন।” টুইটার হ্যান্ডেল থেকে প্রায় আধা ডজন টুইট করা হয়েছিল। সব টুইটে টাকা অনুদানের কথা বলা হয়েছিল। একটা টুইটে লেখা হয়েছিল- এই একাউন্টটি জন উইক হ্যাক করেছে।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা বিষয়টি জানে এবং একাউন্টেকে আরো সুরক্ষিত করার জন্য কাজ করছে। তবে আর কারোর একাউন্ট হ্যাক হয়েছে কিনা তারা জানেন না। এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মোদীর ওয়েবসাইটের সাথে লিংক থাকা টুইটার একাউন্ট হ্যাক করে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এর আগে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ওয়ারেন বাফে, বিল গেটসের মতো বড়ো বড়ো ব্যাক্তিত্বের একাউন্ট হ্যাক করে ক্রিপ্টো ক্যারেন্সির দাবি করা হয়েছিল। যা নিয়ে রীতিমতো বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।

The post প্রধানমন্ত্রী মোদীর ওয়েবসাইটে লিঙ্ক থাকা টুইটার একাউন্ট হ্যাক করে চাওয়া হল টাকা! তদন্তে নামল স্পেশাল টিম first appeared on India Rag.

The post প্রধানমন্ত্রী মোদীর ওয়েবসাইটে লিঙ্ক থাকা টুইটার একাউন্ট হ্যাক করে চাওয়া হল টাকা! তদন্তে নামল স্পেশাল টিম first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2DmLpMK
Bengali News
 

Start typing and press Enter to search