নয়া দিল্লীঃ সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে (United Nations Security Council) ভারতকে (India) বদনাম করতে গিয়ে আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan)। উল্লেখ্য, সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদ বুধবার ১২৬৭ আল কায়দা নিষেধাজ্ঞা সমিতি দুই ভারতীয় নাগরিককে জঙ্গি আখ্যা দেওয়ার ইসলামাবাদের প্রচেষ্টাকে খারিজ করে দেয়।
উল্লেখ্য, পাকিস্তানের প্রচেষ্টা ছিল নিজেদের মতো ভারতকেও দাগী বানানোর। কিন্তু ভারতীয় নাগরিকদের জঙ্গি আখ্যা দেওয়ার জন্য পাকিস্তান কোন প্রমাণই পেশ করতে পারেনি। পাকিস্তানের এই প্রয়াস জইশ এর প্রধান মাসুদ আজাহারকে বৈশ্বিক জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া ভারতের সফলতার জবাব হিসেবে নেওয়া হয়েছিল। পাকিস্তান যেই চার ভারতীয় নাগরিককে বৈশ্বিক জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল তাঁরা হল, আঙ্গারা আপ্পাজি, গোবিন্দ পট্টনায়ক, অজয় মিস্ত্রি আর বেনুমাধব ডোংরা।
পাকিস্তান অভিযোগ করে জানায় যে, এরা সবাই আফগানিস্তান আধারিত জঙ্গি সংগঠনের অংশ। এরা তেহরিক-এ-তালিবান আর জামাত-উল-অজরার দ্বারা জঙ্গি হামলা সংগঠিত করার সাহায্য করেছিল।
পাকিস্তানের এই প্রচেষ্টাকে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম রুখে দেয়। এরা পাকিস্তানের কাছে ভারতের এই নাগরিকদের জঙ্গি আখ্যা দেওয়ার জন্য নির্দিষ্ট প্রমাণ চেয়েছিল। সুত্র থেকে জানা যায় যে, মিস্ত্রি আর ডোংরাকে পাকিস্তান জুন/জুলাই মাসে বৈশ্বিক জঙ্গি আখ্যা দিতে চেয়েছিল। তখনই তাঁদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। আর বুধবার বাকি দুজনকেও সংযুক্ত রাষ্ট্র বৈশ্বিক জঙ্গির তকমা দেবে না বলে জানিয়ে দেয়। সংযুক্ত রাষ্ট্রের তরফ থেকে জানানো হয় যে, এই চারজনকে জঙ্গি তকমা দেওয়ার জন্য পাকিস্তান কোন প্রমাণ দিতে পারে নি।
সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমুরতি ট্যুইট করে বলেন, ধার্মিক রঙ দিয়ে ১২৬৭ বিশেষ প্রক্রিয়াকে রাজনীতিকরণ করার পাকিস্তানের প্রচেষ্টা সংযুক্ত রাষ্ট্র পরাস্ত করে দিয়েছে। আমরা সেইসব পরিষদের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, যারা পাকিস্তানের এই প্রচেষ্টাকে বিফল করে দিয়েছে।
The post সংযুক্ত রাষ্ট্রে চার ভারতীয়কে গ্লোবাল টেরোরিস্টের তকমা দিতে গিয়ে সপাটে চড় খেলো পাকিস্তান first appeared on India Rag.
The post সংযুক্ত রাষ্ট্রে চার ভারতীয়কে গ্লোবাল টেরোরিস্টের তকমা দিতে গিয়ে সপাটে চড় খেলো পাকিস্তান first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3jG79CL
Bengali News