কলকাতাঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে রইল গঙ্গাসাগরের (GangaSagar) কপিল মুনির আশ্রম (kapil muni ashram)। জানা গিয়েছে যে, এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছায়। তবে দমকলকে জানানোর এক ঘণ্টা পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানয় বিক্ষোভ দেখায় স্থানিয় মানুষ।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ টির মতো দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যায়। আগুনে ভস্মীভূত হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি। করোনার কালে ব্যবসায়ীদের এত বড় ক্ষতিতে মাথায় হাত পড়েছে। স্থানীয় সুত্রের খবর। একটি দোকানে কেরোসিন তেল ঢেলে ভীমরুলের বাসা জ্বালাতে গিয়েই এই বিপত্তি ঘটে। আগুন দেখতে দেখতে চারিদিকে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ দমকলে ফোন করা হলেও বাহিনী আসতে দেরি করায় ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে পড়েন।
দমকল দেরিতে আসায় স্থানীয় মানুষেরা তুমুল বিক্ষোভ দেখান। কারণ দমকল আসতে আসতে যা হওয়ার হয়ে গিয়েছিল। ব্যবসায়ীরা পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এরপর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
The post গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বারবার ফোন করার পরেও এক ঘণ্টা দেরীতে এলো দমকল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3kn76w5
Bengali News