দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল দিল্লী দাঙ্গায় জড়িত থাকায় জওহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়ের (Jawharlal Nehru University) প্রাক্তন ছাত্র উমর খালিদকে (Umar Khalid) গ্রেফতার করেছে। দিল্লী পুলিশ অনুযায়ী, উমর খালিদের নাম দিল্লী দাঙ্গার প্রতিটি চার্জশিটে উল্লেখ আছে। উমর খালিদকে UAPA ধারায় গ্রেফতার করা হয়েছে। দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল আজ উমর খালিদকে আদালতে পেশ করবে।
দিল্লী দাঙ্গা মামলায় দিল্লী পুলিশের সাইবার সেল উমরকে দুবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে। প্রথমবার কয়েকমাস আগে, আর দ্বিতীয় এবং শেষবার এমাসের ২ তারিখে করা হয়েছিল। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদ চালানোর পর পুলিশ উমরের মোবাইল বাজেয়াপ্ত করে নিয়েছিল।
দিল্লী পুলিশ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আসার আগে উমরের ভাষণ আর দিল্লী দাঙ্গায় অভিযুক্তদের সাথে হওয়া কথাবার্তার কল রেকর্ড, তাঁদের সাথে মিটিং আর অভিযুক্তদের বয়ানে উমরকে ষড়যন্ত্রকারী বলে স্বীকার করার পরই দিল্লী পুলিশ এই পদক্ষেপ নেয়।
The post গ্রেফতার উমর খালিদ, উঠেছে সুপরিকল্পিত ভাবে দিল্লীতে দাঙ্গা ছড়ানোর অভিযোগ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/35xlihS
Bengali News