-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কঙ্গনা রানাউতের সমর্থনে শাড়ি লঞ্চ করল ব্যাবসায়ীরা! বাজারে এল অভিনেত্রীর ছবি প্রিন্ট থাকা শাড়ি

- September 13, 2020

কঙ্গনা রানাউত ও মহারাষ্ট্র সরকারের মধ্যে চলমান লড়াই এখন দেশের কোনায় কোনায় চর্চার বিষয় হয়ে দাড়িঁয়েছে। পালঘর কান্ডের পর থেকে মহারাষ্ট্র সরকারের সাথে কঙ্গনা রানাউতের লড়াই শুরু হয়েছিল। যা পরে আরো তীব্রতর হয়ে উঠে। এখন পরিস্থিতি এমন যে কঙ্গনার ৪৮ কোটি টাকার অফিস BMC ভেঙে দেওয়ার দরুন কঙ্গনার সমর্থকদের আক্রোশের মুখে শিবসেনা ও মহারাষ্ট্র সরকারকে পড়তে হচ্ছে।

তবে শিবসেনার সাথে কঙ্গনার লড়াইতে দেশজুড়ে কঙ্গনা লোকজন বেশি সমর্থন দিচ্ছে বলে মনে করা হচ্ছে। শিবসেনার নেতারা কঙ্গনাকে গালি গালাজ ও হুমকি দিয়েছিলেন। যারপর কেন্দ্র সরকার কঙ্গনাকে Y শ্রেণীর সুরক্ষা প্রদান করেছিল। অন্যদিকে কঙ্গনার মুম্বই ফেরার দিন কর্নী সেনা শিবসেনার গুণ্ডাদের প্রতিরোধ করতে এয়ারপোর্টে পৌঁছে গেছিল।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় লোকজন খোলাখুলি শিবসেনার বিরোধিতা করতে এবং কঙ্গনার সমর্থন করতে পিছু হটেনি। এখন সুরাট থেকে কঙ্গনার জন্য এক আলাদা রকম সমর্থন সামনে এসেছে। টেক্সটাইল নগরী সুরাট থেকে বেশকিছু ছবি সামনে এসেছে যা কঙ্গনার অনুরাগীদের বেশ আনন্দ দিচ্ছে। আসলে সুরাট এর খ্যাতনামা টেক্সটাইল হাউস আলিয়া ফেব্রিক্স কঙ্গনার সমর্থনে শাড়ি লঞ্চ করেছে। আলিয়া ফেব্রিক্স এর শাড়ি কলকাতা, চেন্নাই,মুম্বাইতে খুবই খ্যাত। বিশেষ করে বলিউডের নানা ডিজাইনের শাড়ি তৈরির জন্য আলিয়া ফেব্রিক্স বেশ জনপ্রিয়।

https://platform.twitter.com/widgets.js

আসলে সুরাট এক ব্যাবসায়ী কঙ্গনা রানাউতের সমর্থনে শাড়ি লঞ্চ করে দিয়েছেন। যেখানে কঙ্গনা রানাউটের5 মনিকর্নিকা ফ্লিমের প্রিন্টিং দেখা যাচ্ছে। শাড়িতে অভিনেত্রীর ছবির সাথে সাথে “I Support Kangana Ranaut” লেখা রয়েছে। শাড়ি দেখার পর যেকেও স্পষ্টভাবে বুঝতে পারবে যে কঙ্গনার সমর্থনে এই শাড়ি লঞ্চ করা হয়েছে।

The post কঙ্গনা রানাউতের সমর্থনে শাড়ি লঞ্চ করল ব্যাবসায়ীরা! বাজারে এল অভিনেত্রীর ছবি প্রিন্ট থাকা শাড়ি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3ivkfmq
Bengali News
 

Start typing and press Enter to search