-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

থানায় বসে ঠান্ডা জল দিয়ে পেগ বানাচ্ছিলেন পুলিশকর্মী! ছবি ভাইরাল হতেই হলেন সাসপেন্ড

- September 06, 2020

যাদের উপর আইনকে কঠোরভাবে প্রয়োগ করার দায়িত্ব থাকে তারাই যখন আইনভঙ্গ করে বসে তখন সমাজে অরাজকতা ছড়িয়ে পড়া নিশ্চিত হয়ে যায়। সম্প্রতি এমনি ঘটনা সামনে এসেছে যেখানে মদ নিষিদ্ধ হওয়ার আইনকে উলঙ্ঘন না হতে দেওয়ার দায়িত্ব যাদের কাঁধে ছিল, তারাই সেই আইন ভেঙে ফেলেছেন। ঘটনা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের, যেখানে মদ পুরোপুরি নিষিদ্ধ রয়েছে।

কিন্তু অভিযোগ রয়েছে যে সব জায়গায় মদ পাওয়া যাচ্ছে। শহর থেকে গ্রামে প্রত্যেক প্রান্তে মদ পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ সবকিছুর সাথে মিলে আছে বলেও অভিযোগ। অবৈধভাবে মদের পাচার চলছে এবং হোম ডেলিভারি পর্যন্ত করা হচ্ছে। বিহারে মদকে নিষিদ্ধ রাখার দায়িত্ব বিহার পুলিশকে দেওয়া হয়েছে। তবে এখন এক তাজা ঘটনা সামনে এসেছে যা প্রশাসনকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।

ইউনিফর্ম এ থাকা অবস্থায় থানায় বসে মদ দারোগা বাবু ঠান্ডা জলের সাথে মদ গিলছিলেন। দারোগ বাবুর নেশা তখন ছেড়ে যায় যখন উনাকে এসপি চাকরি থেকে বরখাস্ত করেন। দারোগা অবধেশ সিং এর একটা ছবি ভাইরাল হয়েছিল। যেখানে উনাকে মদ খেতে অবস্থায় দেখা গেছে। অবধেশ সিং ঠান্ডা জল দিয়ে পেগ বানিয়ে মদ খাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।

এরপর সরকার ও পুলিশের উপর সোশ্যাল মিডিয়ায় প্রশ্নঃ উঠতে থাকে। যারপর উনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সম্প্রতি, অবধেশ সিং এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে উনি তিনটি ছেলেকে নির্মমভাবে পিটিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। যারপর এসপি বিকাশ বর্মন ঘটনা নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তদন্ত চলতে চলতে আরো একটা ছবি ভাইরাল হয়ে যায়। যেখানে অবধেশ সিংকে আনন্দের সাথে মদ খেতে ও ভিডিওগ্রাফি করতে দেখা যায়।

The post থানায় বসে ঠান্ডা জল দিয়ে পেগ বানাচ্ছিলেন পুলিশকর্মী! ছবি ভাইরাল হতেই হলেন সাসপেন্ড first appeared on India Rag.

The post থানায় বসে ঠান্ডা জল দিয়ে পেগ বানাচ্ছিলেন পুলিশকর্মী! ছবি ভাইরাল হতেই হলেন সাসপেন্ড first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2ZcNqTA
Bengali News
 

Start typing and press Enter to search