-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ছিল ক্ষতির মুখে, ১২ হাজার কোটি টাকায় ভারত সরকারের আরও একটি সংস্থা কিনল টাটা গ্রুপ

- February 01, 2022

 এয়ার ইন্ডিয়ার পর এবার আরও একটি সরকারি কোম্পানি হতে চলেছে টাটা গ্রুপের নামে। সরকার সোমবার নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL) কে টাটা স্টিল লং প্রোডাক্টের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি 93.71% শেয়ারের জন্য টাটা স্টিল লং প্রোডাক্টের সর্বোচ্চ বিড অনুমোদন করেছে। চুক্তিটি প্রায় 12,100 কোটি টাকার। NINL হল ওড়িশা সরকারের চারটি CPSE এবং দুটি রাজ্য PSU-র একটি যৌথ উদ্যোগ।

কোম্পানিতে সরকারের কোনো ইক্যুইটি নেই। একটি আধিকারিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, PSU বোর্ডের অনুরোধের এবং ওড়িশা সরকারের সম্মতির ভিত্তিতে 8.1.2020 তারিখে NINL-র কৌশলগত বিনিয়োগ এবং ডিসইনভেস্টমেন্ট এবং পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের লেনদেন করার জন্য ‘নীতিগতভাবে’ অনুমোদন করা হয়েছে। NINL হল 4 CPSE- MMTC, NMDC, BHEL, MECON এবং ওড়িশা সরকারের 2 PSU- OMC এবং IPICOL-এর যৌথ উদ্যোগ।

উল্লেখ্য, এর আগে টাটা প্রায় সাত দশক পর এয়ার ইন্ডিয়া কিনে আকাশের মহারাজা হওয়ার পথে পা রেখেছে। দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রী এই অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করেছেন।

তবে শুধু এয়ার ইন্ডিয়াই না। এবার খেলার জগতেও পা রেখেছে টাটা। ভারত তথা গোটা বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ IPL-র টাইটেল স্পনশরশিপ এখন ভারতীয় কোম্পানি টাটার হাতে। এর আগে IPL স্পনশর করত চাইনিজ কোম্পানি Vivo। তবে তাঁরা সরে যাওয়ার কারণে এবার টাটা সে স্বত্ব কিনে নেয়। আর এখন থেকে IPL টাটা IPL নামে পরিচিতি পাবে।

The post ছিল ক্ষতির মুখে, ১২ হাজার কোটি টাকায় ভারত সরকারের আরও একটি সংস্থা কিনল টাটা গ্রুপ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/GsBYCxMZj
Bengali News
 

Start typing and press Enter to search