-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আরও কাছাকাছি এলো ভারত-রাশিয়া, চীনের সাথে চলা বিবাদের মধ্যে দুই দেশের মধ্যে হয়ে গেলো বড় চুক্তি

- September 03, 2020

নয়া দিল্লীঃ ভারত (India) আর রাশিয়ার (Russia) মধ্যে AK-47 203 রাইফেলস নিয়ে চুক্তি স্বাক্ষরিত হল। AK-47 203 রাইফেল AK-47 এর সবথেকে উন্নত সংস্করণ। এবার এই রাইফেল গুলোকে ভারতেই তৈরি কর হবে। রাশিয়ার মিডিয়া শুক্রবার এই চুক্তির তথ্য দেয়।

এই রাইফেল গুলো ‘ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম (ইনসাস) 5.56×45 মিমি রাইফেলের জায়গা নেবে। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা স্পুটনিক অনুযায়ী, ভারতীয় স্থল সেনার প্রায় 770,000 AK-47 203 রাইফেলের প্রয়োজন। এগুলোর মধ্যে এক লক্ষ রাইফেল রাশিয়া থেকে আনা হবে আর বাকি গুলো ভারতেই নির্মাণ করা হবে। এই রাইফেল গুলোকে রাশিয়া আর ভারত একসাথে মিলে ভারতেই নির্মাণ করবে।

এই চুক্তি আয়ুধ নির্মাণি বোর্ড আর কালাশনিকভ কনসার্নের সাথে হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই উন্নত প্রযুক্তির রাইফেল উত্তর প্রদেশের কোরবাআয়ুধ ফ্যাক্টরিতে তৈরি করা হবে, এই ফ্যাক্টরির উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর করেছিলেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, প্রতিটি রাইফেল বানাতে প্রায় ১ হাজার ১০০ ডলারের খরচ হবে। স্পুটনিকের খবর অনুযায়ী, ইনসাস রাইফেলের ব্যবহার ১৯৯৬ সাল থেকে হচ্ছে। এই পুরনো ভার্সনের রাইফেলে অনেক সমস্যা দেখা দিয়েছে। আর এই কারণেই একে-৪৭ ২০৩ রাইফেল তৈরি করে পুরনো ইনসাসের জায়গায় আনা হবে।

The post আরও কাছাকাছি এলো ভারত-রাশিয়া, চীনের সাথে চলা বিবাদের মধ্যে দুই দেশের মধ্যে হয়ে গেলো বড় চুক্তি first appeared on India Rag.

The post আরও কাছাকাছি এলো ভারত-রাশিয়া, চীনের সাথে চলা বিবাদের মধ্যে দুই দেশের মধ্যে হয়ে গেলো বড় চুক্তি first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2QVnEyI
Bengali News
 

Start typing and press Enter to search