সুশান্ত সিং রাজপুতের ঘটনা দেশের সিনেমা জগতের মূল কেন্দ্র বলিউড সম্পর্কে একের পর এক পর্দাফাঁস করেই চলেছে। দেশের যুবক যুবতীর যাদেরকে নিজের রোল মডেল বানিয়ে নাচানাচি করতো, তারাও সত্যের সম্মুখীন হয়ে হতবাক হয়েছে। বলিউডে পরিবাবাদ, গ্যাংবাজি নোংরামি, ড্রাগসের মতো নেশার রমরমা কতটা ছিল তাও ধীরে ধীরে বেরিয়ে আসছে।
বার বার এমন তথ্য বেরিয়ে আসার কারণে স্বভাবতই বলিউডের মধ্যে হাহাকার ছড়িয়ে পড়েছে। যার জন্য রেহার সমর্থনেও এখন বহুজন মাঠে নেমে পড়েছে। সুশান্তের মৃত্যুর পর যারা মুখ থেকে টু শব্দও বের করেনি তারাও এখন রেহা চক্রবর্তীকে ন্যায় দিতে হবে বলে মাঠে নেমেছে।
Well done Vidya Balan. Good to have other actors speaking out against the terrible vilification Rhea Chakraborty has been subjected to, not just by the public at large, but media channels. Let's see what the CBI probe reveals. Till then everyone should stop with false allegations https://t.co/GaealBQvaS
— Gargi Rawat (@GargiRawat) September 2, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রাপ্ত খবর অনুযায়ী, অভিনেত্রী বিদ্যা বালান রেহা চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী বিদ্যা বালান বলেছেন যে রেহার জন্য উনার কষ্ট হচ্ছে। বিদ্যা বলান বলেছেন রেহার সাথে যেটা হচ্ছে তাতে উনার মন ভেঙে যাচ্ছে। রেহাকে খুব খারাপভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন অভিনেত্রী বিদ্যা বালান।
দোষী প্রমাণ না হওয়ার আগেই রেহাকে দোষী বলা হচ্ছে বলে অভিযোগ তোলেন বিদ্যা বালান। রেহাকে যেভাবে জ্বালাতন করা হচ্ছে তাতে উনার কষ্ট হচ্ছে বলে জানান বিদ্যা বালান। একই সাথে রেহা চক্রবর্তীর ঘটনা নিয়ে বিদ্যা বালান মিডিয়ায় উপর আক্রমন করেন। বিদ্যা বালান মিডিয়াকে সার্কাস বলে কটাক্ষ করেন। তবে এসবের পাল্টা সোশ্যাল মিডিয়া ইউজাররা বিদ্যা বালানকে এক হাতে নেন। অনেকে বিদ্যা বালানকে ভন্ড বলে আক্রমন করেন। কারণ বিদ্যা বালান সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুখ খোলেননি, অন্যদিকে এখন রেহার পাশে দাঁড়িয়েছেন।
The post নিরীহ রেহাকে হয়রানি করা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে: বিদ্যা বালান, অভিনেত্রী first appeared on India Rag.
The post নিরীহ রেহাকে হয়রানি করা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে: বিদ্যা বালান, অভিনেত্রী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2QVpGP8
Bengali News