পশ্চিমবঙ্গে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যেখানে এক ব্যাক্তি বাড়িতে বোমা তৈরির সময় নিহত হয়েছেন। ঘটনাটি মুর্শিদাবাদের শমসেরগঞ্জের যেখানে শনিবার দিন এমন ঘটনা ঘটেছে। সূত্রের খবর অনুযায়ী, শনিবার তৃণমূল কংগ্রেসের কর্মী হুমায়ুন কবির তার বাড়ির ছাদে বোমা তৈরি করছিল।
সেই সময় ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটে এবং হুমায়ুন মারা পড়ে। হুমায়ূনের ৪ বছরের ছেলেও সেই বিস্ফোরণে আহত হয়। বাচ্চাটির চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। যদিও তৃণমূল কংগ্রেস এটা অস্বীকার করেছে যে তাদের কোনো কর্মী এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছে।

জঙ্গিপরের সাবডিভিশনাল কর্মকর্তা প্রসেনজিৎ ব্যানার্জী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট যে হুমায়ুন কবীর তার বাড়ির ছাদে বোমা বানাচ্ছিল। হুমায়ুন কবির মহিসাস্থলী গ্রামের বাসিন্দা এবং সে দীর্ঘদিন ধরে বোমা বাঁধার কাজ করতো বলে সূত্রের খবর।
স্থানীয়দের মতে হুমায়ুন কবির এক বিড়ি কারখানায় কাজ করতেন। রাত ৯ টার দিকে গ্রামবাসীরা সজোরে বিস্ফোরণের শব্দ পান। সকলে যখন তার বাড়িতে ছুটে যান তখন দেখেন যে তৃণমূল কংগ্রেস কর্মী হুমায়ুন কবির ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছেন।
TMC worker killed in Bengal while making bombs, party denies linkhttps://t.co/zdFACQQZHq pic.twitter.com/SJJDYw6YkV
— Hindustan Times (@htTweets) August 16, 2020
মৃত ব্যাক্তির মা দাবি করেছেন যে তার ছেলে কোনো অপরাধমূলক ঘটনার সাথে জড়িত ছিল না। তবে পুলিশের মতে হুমায়ুন কবির আগে অপরাধমূলক কাজের জন্য গ্রেফতার হয়েছিল। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে বোমা কোনো রাজনৈতিক হিংসা করার উদ্যেশে তৈরি করা হচ্ছিল। এমনিতেই পশ্চিবঙ্গে রাজনৈতিক হিংসা খুবই সাধারণ বিষয়। বাম আমলের পর তৃণমূল কংগ্রেসের আমলেও রাজনৈতিক হিংসা ক্যামেরায় বার বার ধরা পড়ে।
from India Rag https://ift.tt/2FAcXiJ
Bengali News