ব্যাঙ্গালুরুঃ জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ২৮ বছর বয়সী এক ডাক্তারকে ISIS এর খোরাসান গ্রুপের সাথে যুক্ত থাকার দায়ে গ্রেফতার করেছে। ওই ডাক্তারের নাম আবদুর রহমান আর সে ব্যাঙ্গালুরুর MS Ramaiah মেডিকেল কলেজে চোখের ডাক্তার হিসেবে নিযুক্ত ছিল। ২০১৪ সালে সিরিয়াও গেছিল এই ডাক্তার। সেখানে দিয়ে আহত আইএসআইএস-দের চিকিৎসার কাজ করার জন্য ১০ দিন ছিল।
আপাতত আবদুর রহমান কনফ্লিক্ট জোনে লড়াই করা ISIS-দের জন্য একটি অ্যাপ বানাচ্ছিল। ওই অ্যাপের মাধ্যমে ISIS দের সহয়তা করার উদ্দেশ্য ছিল তাঁর। এর আগে ISIS এর সাথে যুক্ত থাকার অভিযোগে NIA পুনে থেকে সাদিয়া আনোয়ার নামের এক যুবতীকেও গ্রেফতার করেছে।
উল্লেখ্য, আমেরিকার আধিকারিকরা দাবি করেছিল যে, ISIS এর খোরাসন গ্রুপ গত বছর ভারতে বড়সড় হামলা করার চেষ্টা করেছিল। আমেরিকা ISIS এর এই খোরাসন গ্রুপ নিয়ে চরম দুশিন্তায় আছে। আমেরিকার জাতীয় কাউন্টার টেরোরিস্ট সেন্টারের কার্যকারী নির্দেশক অনুযায়ী, ISIS এর খোরাসান গ্রুপ গত বছর ভারতে হামলার প্রচেষ্টা চালিয়েছিল। তিনি জানান, এই গ্রুপ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিজেদের প্রচার চালাচ্ছে।
from India Rag https://ift.tt/3kRVen3
Bengali News