কলকাতাঃ সত্য খবর প্রকাশ করায় বেজায় চটে সিপিএম-এর (CPIM) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। ওনার দাবি, ওই খবরে ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। উল্লেখ্য, ২০১৯ এর নির্বাচনের আগে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) মধ্যপ্রদেশের ভোপালে গেছিলেন কংগ্রেস প্রার্থী দিগবিজয় সিং এর হয়ে প্রচারে। সেখানে তিনি হিন্দু ধর্ম বিরোধী মন্তব্য করে রাতারাতি শিরোনামে চলে আসেন। তিনি বলেছিলেন, হিন্দুরা যে হিংস্র প্রকৃতির সেটি রামায়ণ, মহাভারত থেকেই বোঝা যায়। আমরা (INIDIA RAG) সেই খবর আপনাদের সামনে পরিবেষণ করি।
সেই সময় কারোর কোন আপত্তি হয়নি ওই খবরে। কিন্তু ইদানিং আমাদের সেই প্রতিবেদন ফেসবুকে আবারও ভাইরাল হচ্ছে। ৫ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলন্যাসের দিন থেকেই এই খবর আবারও সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর তাঁর জেরেই সিপিএম এর রাজ্য সম্পাদক বেজায় চটে উঠেছেন। তিনি সাইবার ক্রাইমে অভিযোগ করে লিখেছেন, ‘ইন্ডিয়া রাগ নামের একটি পোর্টালের খবরে সীতারাম ইয়েচুরির মুখে অত্যন্ত বিদ্বেষমূলক কথা বসিয়ে দেওয়া হয়েছে। এতে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।

আপনাদের জানিয়ে দিই, সীতারাম ইয়েচুরি যখন এই মন্তব্যটি করেছিলেন তখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে খবর ছড়িয়ে যায়। এমনকি এরকম হিন্দুদের আবেগে আঘাত দিয়ে মন্তব্য করার জন্য ওনার বিরুদ্ধে একটি মামলাও দায়ের হয়েছিল। হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য যোগ গুরু বাবা রামদেব সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে হরিদ্বারে FIR দায়ের করেছিলেন।
Uttarakhand: FIR registered in Haridwar, under multiple sec, against CPI(M) leader Sitaram Yechury for his statement, "Ramayana&Mahabharata are also filled with instances of violence&battles". Yog Guru Ramdev & other saints had filed a complaint with SSP Haridwar earlier today. pic.twitter.com/eeCAZozNjP
— ANI (@ANI) May 4, 2019
এক বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর হঠাৎই টনক নরেছে সিপিএম এর। সূর্যকান্ত মিশ্রর অভিযোগ অনুযায়ী, এই খবর ছড়ানোয় রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। কিন্তু উনি সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে এই নিয়ে কোন কথা বলেন নি। তাহলে কি আমরা ধরে নেব যে, সীতারাম ইয়েচুরি বললে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না। কিন্তু সেই মন্তব্য নিয়ে খবর করলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে?

দেশের প্রতিটি সংবাদ মাধ্যমই যখন খবর টি প্রকাশ করেছিল, তখন চুপ থেকে কেন এখন অভিযোগ করা হল বামেদের তরফ থেকে? আমাদের সত্য খবরের উপর ভুয়ো ট্যাগই বা কেন লাগানো হল? আমরা ভিত্তিহীন কিছুই প্রকাশিত করেছিলাম না। এমনকি আমাদের ৩, মে ২০১৯ এর খবরে আমরা জাতীয় সংবাদ মাধ্যম ANI এর ট্যুইটার ও জুড়ে দিয়েছিলাম। সূর্যকান্ত মিশ্র কি অভিযোগ করার আগে আমাদের প্রতিবেদনটি পড়েছিলেন?

নাকি ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা যাবে বলেই উনি এই অভিযোগ করেছেন। আমরা আমাদের এই পোস্টে সমস্ত রকম তথ্য দিলাম যে সীতারাম ইয়েচুরি সেদিন কি বলেছিল। এমনকি এটাও যোগ করে দিলাম যে ওনার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। এবার সত্যতা যাচাই করুক সিপিএম এর রাজ্য সম্পাদক।

ওনার এই ভিত্তিহীন অভিযোগকে আমরা সরাসরি খারিজ করছি। আর এও বলছি যে, আমাদের তরফ থেকে কোন রকম ভুয়ো, মিথ্যে, উস্কানিমূলক খবর প্রচার করা হয় না। প্রতিটি খবরই সত্য হয়। এক বছরের বেশি পুরনো খবর নতুন করে ছড়িয়ে পড়লে দায় আমাদের না। তবে এক বছরের পুরনো হলেই খবরটি একদম সত্য। এবং প্রমাণিত। মিথ্যে অভিযোগ করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।

from India Rag https://ift.tt/2XF5R2o
Bengali News