বাংলায় একটি প্রবাদ খুবই খ্যাত তা হলো- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রবাদটির তাৎপর্য এই যে, ভালোমন্দ ভেবে তবেই কথা বলা বা কোনো কার্য করা উচিত। কাজ করে ফেলার পর তা নিয়ে আপসোস প্রকাশ করে বা আক্রোশ প্রকাশ করে লাভ পাওয়া যায় না। তবে এটা শুধু প্রবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, মনোবিজ্ঞানরাও একই কথা বলেছেন।
উপরোক্ত প্রবাদটি বামপন্থী নেতাদের মনে রাখা অত্যন্ত জরুরী। কারণ মহাশয়রা এমন এমন কর্মকান্ড করে বসছেন যা নিজেরাই স্মরণ করে উঠতে পারছেন না। মূল কথায় আসা যাক- আসলে মহাশয়রা পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগ এই যে, India Rag নাকি তাদের নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়েছে।
সূর্যকান্ত মহাশয় কেন হটাৎ India Rag এর উপর রেগে লাল হয়েছেন তা একবার দেখে নেওয়া যাক। আসলে ১ বছর পুরানো india Rag ওয়াটার মার্ক দেওয়া একটা ছবি সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল হয়ে পড়ে। যেখানে সীতারাম ইয়েচুরির ছবির নীচে হিন্দু বিদ্বেষ মন্তব্য ছিল। অর্থাৎ দাবি করা হয়েছিল যে সীতারাম ইয়েচুরি এমন হিন্দু বিদ্বেষী মন্তব্য করেছেন।

সীতারাম ইয়েচুরির মন্তব্য নিয়ে দেশের অন্যান্য সংবাদ মাধ্যমও খবর প্রকাশ করেছিল। তার প্রমাণ উপরে দেওয়া হল। কিন্তু সূর্যকান্ত মহাশয় সম্ভবত সীতারাম ইয়েচুরির মন্তব্য শোনেননি বা ভুলে গেছেন। যার কারণে রেগে লাল হয়ে পুলিশের কাছে গুরুতর অভিযোগ তুলেছেন সূর্যকান্ত মিশ্র। তবে পুলিশের কাছে অভিযোগ করার আগে অবশ্যই তথ্য যাচাই করা উচিত ছিল আলিমুদ্দিনের।
তাহলে আর যাই হোক মহাশয়দের স্মৃতিশক্তি নিয়ে কেউ প্রশ্নঃ তুলতো না। স্মরণ করিয়ে দি, হিন্দু বিদ্বেষী মন্তব্য করার জন্যেই ওই সময় ইয়েচুরির বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন যোগগুরু রামদেব। সীতারাম ইয়েচুরি হিন্দুদের রামায়ণ ও মহাভারত নিয়ে কি বলেছিলেন তা অবশ্যই আরো একবার দেখে নিন। ভিডিও নীচে দেওয়া হল-
জানিয়ে দি, India Rag নির্ভীক কণ্ঠে সত্য প্রকাশ করে এবং আগামী সময়েও করবে। India Rag এর পাঠক পাঠিকাদের সমর্থনের জোরে আমরা সত্যকে তুলতে পিছুপা হবো না। তাতে অলিমুদ্দিন যতই রেগে লাল হোক। সংবাদ মাধ্যম আক্ষরিক অর্থেই জনতার সদাজাগ্রত লোকসভা। তাই India Rag কখনোই গণস্বার্থকে বিকিয়ে মানুষের আশা ভরসায় জল ঢালবে না। India Rag জনগণের কাছে সত্য তুলে ধরার জন্য ও মানুষের অধিকার সংরক্ষনের জন্য সর্বদা দায়িত্বশীল হয়ে থাকবে।
from India Rag https://ift.tt/2XHAxQL
Bengali News