-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জঙ্গলে নকশালিদের লুকিয়ে থাকার খবর পেতেই অভিযান CRPF এর সংযুক্ত দলের, মিলল ব্যাপক সফলতা

- August 12, 2020

নয়া দিল্লীঃ ছত্তিসগড়ের (Chhattisgarh) নকশাল (Naxal) প্রভাবিত সুকমা জেলায় ভারতীয় সেনা জওয়ানরা এন.কাউন্টারে চারজন নকশালিকে নিকেশ করেছে। বস্তার এলাকার পুলিশের মহানির্দেশক সুন্দররাজ পি বুধবার জানান, সুকমা জেলার জগরগুন্ডা থানা এলাকার ফুলপমার গ্রামের জঙ্গলে সেনা চার নকশালিকে নিকেশ করেছে। উনি জানান, ওই এলাকায় নকশালি গতিবিধি হওয়ার খবর পাওয়ার পর ডিআরজি এবং সিআরপিএফ এর কোবরা ব্যাটালিয়ন এর সংযুক্ত দল সেখানে অভিযান চালায়।

উনি বলেন, সংযুক্ত টিম যখন ফুলমপার গ্রামের জঙ্গলে ছিল, তখন নকশালিরা তাঁদের উপর গুলি চালানো শুরু করে। এরপর সেনাও জবাবি ফায়ারিং করে।

পুলিশ আধিকারিক জানান, কিছুক্ষণ পর্যন্ত দুই দিক থেকে গোলাগুলি চলার পর নকশালিরা সেখান থেকে পালিয়ে যায়। এপর সেনা যখন ঘতনাস্থলের তল্লাশি নেয়, তখন সেখানে চার নকশালির দেহ, একটি ৩০৩ রাইফেল, দেশি বন্দুক আর বিস্ফোটক সামগ্রী পাওয়া যায়। তিনি জানান, ওই এলাকায় নকশাল বিরোধী অভিযান জারি আছে।



from India Rag https://ift.tt/31IniAv
Bengali News
 

Start typing and press Enter to search