নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে শাহীনবাগে আন্দোলন করা শাহজাদ আলি বিজেপিতে যোগদান করেছেন বলে খবর সামনে আসছে। রবিবার দিন শাহজাদ আলি বিজেপিতে যোগদান করেন যা নিয়ে দিল্লীর রাজনৈতিক মহলে ভূকম্পন সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা এবং নেতা শ্যাম জাজুর হাত ধরে শাহাজাদ আলি বিজেপির সদস্যতা গ্রহণ করেন।
আদেশ গুপ্তা বলেন, আজ কয়েকশ মুসলিম বিজেপিতে যোগদান করেছে। আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমরা বুঝতে পারছে যে বিজেপি কারোর সাথে ভেদাভেদ করে না। আমরা সকলকে মূল ধারায় আনার চেষ্টা করছি। উনি আরো বলেন, আমি সেই সকল মুসলিম মহিলাদের ধন্যবাদ জানাই যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ট্রিপিল তালাকের উপর নেওয়া সিধান্তের পর বিজেপিতে সামিল হয়েছেন।

অন্যদিক শ্যাম জাজু বলেন, যখন CAA নিয়ে বলা হয়েছিল তখন কিছু রাজনৈতিক পার্টি মুসলিমদের ভ্রমিত করার চেষ্টা করেছিল। তবে এখন সবাই সব জেনে গেছে। কাউকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হবে না বা কোনো অধিকার থেকে বঞ্চিত করা হবে না। এই বিষয়টি বোঝার পর শাহীনবাগে থাকা বহু মুসলিম এখন বিজেপিতে যোগদান করেছে।
Delhi: Shaheen Bagh social activist Shahzad Ali joins BJP in presence of State BJP President Adesh Gupta & leader Shyam Jaju. Shahzad Ali says, "I have joined BJP to prove wrong those in our community who think BJP is our enemy. We'll sit together with them over CAA concerns." pic.twitter.com/bJyhGp7MMb
— ANI (@ANI) August 16, 2020
জানিয়ে দি, শাহজাদ আলি শাহীনবাগে ধর্ণায় থেকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তবে ধর্না খতম হওয়ার পর উনার মতামত পাল্টে গেছে। শাহজাদ আলি সোশ্যাল মিডিয়ায় সরকারের সমর্থনে কথা বলছেন। শাহজাদ আলি বলেছেন, আমি এটাই প্রমান করতে বিজেপিতে যোগ দিয়েছি যে এই পার্টি আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। CAA এর ইস্যুতে বিজেপির সাথে মিলে কাজ করবেন বলেও জানান শাহজাদ আলি।
from India Rag https://ift.tt/3h60Uaq
Bengali News