-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

CAA এর বিরুদ্ধে শাহীনবাগে থাকা শাহজাদ আলি যোগ দিলেন বিজেপিতে! বললেন BJP আমাদের শত্রু নয়

- August 17, 2020

নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে শাহীনবাগে আন্দোলন করা শাহজাদ আলি বিজেপিতে যোগদান করেছেন বলে খবর সামনে আসছে। রবিবার দিন শাহজাদ আলি বিজেপিতে যোগদান করেন যা নিয়ে দিল্লীর রাজনৈতিক মহলে ভূকম্পন সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা এবং নেতা শ্যাম জাজুর হাত ধরে শাহাজাদ আলি বিজেপির সদস্যতা গ্রহণ করেন।

আদেশ গুপ্তা বলেন, আজ কয়েকশ মুসলিম বিজেপিতে যোগদান করেছে। আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমরা বুঝতে পারছে যে বিজেপি কারোর সাথে ভেদাভেদ করে না। আমরা সকলকে মূল ধারায় আনার চেষ্টা করছি। উনি আরো বলেন, আমি সেই সকল মুসলিম মহিলাদের ধন্যবাদ জানাই যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ট্রিপিল তালাকের উপর নেওয়া সিধান্তের পর বিজেপিতে সামিল হয়েছেন।

অন্যদিক শ্যাম জাজু বলেন, যখন CAA নিয়ে বলা হয়েছিল তখন কিছু রাজনৈতিক পার্টি মুসলিমদের ভ্রমিত করার চেষ্টা করেছিল। তবে এখন সবাই সব জেনে গেছে। কাউকে ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হবে না বা কোনো অধিকার থেকে বঞ্চিত করা হবে না। এই বিষয়টি বোঝার পর শাহীনবাগে থাকা বহু মুসলিম এখন বিজেপিতে যোগদান করেছে।

জানিয়ে দি, শাহজাদ আলি শাহীনবাগে ধর্ণায় থেকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তবে ধর্না খতম হওয়ার পর উনার মতামত পাল্টে গেছে। শাহজাদ আলি সোশ্যাল মিডিয়ায় সরকারের সমর্থনে কথা বলছেন। শাহজাদ আলি বলেছেন, আমি এটাই প্রমান করতে বিজেপিতে যোগ দিয়েছি যে এই পার্টি আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। CAA এর ইস্যুতে বিজেপির সাথে মিলে কাজ করবেন বলেও জানান শাহজাদ আলি।



from India Rag https://ift.tt/3h60Uaq
Bengali News
 

Start typing and press Enter to search