একদিকে ভারতে ৭৪ তম স্বাধীনতা দিবস উৎযাপন হচ্ছিল, অন্যদিকে পাকিস্তানে হিন্দুদের ধর্ম পরিবর্তনের খেলা অব্যাহত ছিল। এদিন পাকিস্তানে এক, দুজন নয় মোট ২০৪ জন হিন্দুদের ধর্মপরিবর্তন করা হয়েছিল। এই হিন্দুরা সকলে ভিল সমাজের ছিল বলে জানা গেছে। ২০৪ জন হিন্দুর মধ্যে ১০ জন একই পরিবারের বলে জানা গেছে।
সীমা লোক সংগঠনের সভাপতি ঘটনার প্রতিবাদ করে বলেছেন যে পাকিস্তানে এমন ঘটনা নিত্য। পাকিস্তানে জোরপূর্বক হিন্দুদের ধর্মপরিবর্তন করানো হয়। জানিয়ে দি, পাকিস্তানের সৃষ্টি ধার্মিক হিংসার উপর ইট রেখেই হয়েছিল। আর বর্তমানে বাংলাদেশ, পাকিস্তানে হিন্দুদের ধর্ম পরিবর্তন একটা ব্যাবসায় পরিণত হয়েছে।

ধর্ম পরিবর্তনের নামে পাকিস্তানে ও বাংলাদেশে টাকার খেলাও চলে। যার জন্য বহু দালাল হিন্দুদের ধর্ম পরিবর্তন করার জন্য লাগাতার ষড়যন্ত্র করে। মানসিক ও সামাজিকভাবে হিন্দুদের দুর্বল করে দেওয়া হয় যাতে তাদের ইসলাম কবুল করতে সুবিধা হয়। অনেক বিশেষজ্ঞদের মতে এই সবকিছুর ফান্ডিং আরব কান্ট্রি থেকে হয়। যদিও ভারতীয় উপমহাদেশে পাকিস্তানের হাত ধরে ফান্ডিং ছড়িয়ে পড়ে।
Another gift of Indipendance day in Pakistan.
10 Members of Hindu Bheel community converted to Islam in Rahimyar Khan,Punjab. This is the only District in Punjab where Hindu, sizeable population exist. Its hard to find a Hindu in all other 35 Districts.They are litterly vanished pic.twitter.com/U3yyNpI6Ja— Rahat Austin (@johnaustin47) August 16, 2020
ভারতের স্বাধীনতার দিন পাকিস্তানের পাঞ্জাবের এক জেলায় হিন্দুদের ধর্ম পরিবর্তন করা হয়েছে। এখন ওই জেলায় হিন্দু প্রায় শুন্যে দাঁড়িয়েছে। লাভ জিহাদ,ল্যান্ড জিহাদ, হিংসার শিকার ইত্যাদি নানা কারণে পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের অস্থিত প্রায় বিপন্ন হয়ে পড়েছে।
জানিয়ে দি, পাকিস্তানের পরিস্থিতি এখন এমন যে সেখান থেকে ধীরে ধীরে বৌদ্ধ, শিখ, হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বিলুপ্ত হওয়ার পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে।
from India Rag https://ift.tt/3g4QtTx
Bengali News