চীন সরকার নিজেদের দেশকে ধৰ্মনিরপেক্ষ দেশ হিসেবে মান্যতা দিয়েছে বলে মনে করা হয়। কিন্তু ধর্ম নিরপেক্ষতার নামে মুসলিমদের ধার্মিক অনুভূতিতে যেভাবে আঘাত করা হচ্ছে তা নিয়ে প্রশ্নঃ উঠছে। আসলে চীন কোমর বেঁধে যেন ইসলামকে মেনে চলা মানুষজনের পেছনে পড়ে গেছে।
ইসলামকে মেনে চলে বহু উইঘুর মুসলিমদের চীনের প্রশাসন বন্দি বানিয়ে রেখেছে। বহু মুসলিকে অত্যাচার করে ইসলাম ছাড়িয়ে দেওয়া হয়েছে তথা ধর্মনিরপেক্ষ করে দেওয়া হয়েছে। চীনের শিনজিয়াং প্রান্তে এক মসজিদের স্থানে শৌচালয় বানিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ পবিত্র স্থানকে মল, মূত্র ত্যাগের স্থানে রূপান্তরিত করাহয়েছে। সেই শৌচালয়ের নাম Mosque Rectification রাখা হয়েছে।

উইগুর নেবারহুড কমিটির চীফ বলেছেন সবার বাড়িতে আগে থেকেই টয়লেট ছিল, তা সত্ত্বেও প্রশাসন এটার নির্মাণ করেছে। এলাকায় কোনো পর্যটন কেন্দ্র নেই তা সত্ত্বেও কার জন্য মসজিদ বানানো হয়েছে সেই নিয়ে প্রশ্নঃ উঠেছে। এছাড়াও ২ টি মসজিদকে মদ, বিড়ি, সিগারেট ইত্যাদি নেশা জাতীয় দ্রব্যের দোকান বানিয়ে দেওয়া হয়েছে।
China builds public toilet on Uyghur mosque site. https://t.co/8SCae2ufC8
— Naila Inayat नायला इनायत (@nailainayat) August 16, 2020
অর্থাৎ যেগুলি ইসলামে হারাম সেই সমস্ত দ্রব্যের দোকান বানিয়ে ফেলা হয়েছে। এক রিপোর্ট অনুযায়ী Mosque Rectification এর বাহানা দিয়ে জিনপিং সরকার ওই প্রান্তের ৭০% মসজিদ ভেঙে ফেলেছে। প্রসঙ্গত, চীনে মুসলিমদের উপর অত্যাচার লাগাতার বেড়েই চলেছে। প্রায়দিন চীন থেকে মুসলিম মহিলাদের উপর অত্যাচার ও পুরুষদের বন্দি বানানোর খবর সামনে আসে।
from India Rag https://ift.tt/3iUxih3
Bengali News