ভারতের ইতিহাস ধার্মিক, আধ্যাত্মিক, বিজ্ঞান প্রায় সমস্তদিক থেকেই সমৃদ্ধশালী ছিল। কিন্তু কালক্রমে অশুভ শক্তির সক্রিয়তা বৃদ্ধি হওয়ায় পরিস্থিতি এখন এমন যে, অনেকে রামায়ণ ও মহাভারতকে কাল্পনিক বলতেও দ্বিধাবোধ করে না। ইতিহাসকে বিকৃত করার ষড়যন্ত্র এত তীব্রতার সাথে হয়েছে যে ১০০০ বছরের ইতিহাসের মাথা মুন্ড খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে।
মাত্র কয়েকশ বছরের ইতিহাস পড়তে গেলে পাঠ্যপুস্তকে সিরাজউদ্দৌলা, বাবর, আকবরকে তো পাওয়া যায় কিন্তু শশাঙ্ক, মহারাজ প্রতাপাদিত্য, রাজা গণেশ, রানী ভবশঙ্করীকে খুঁজে পাওয়া যায় না। বঙ্গদেশের মহান হিন্দু রাজা শশাঙ্ককে ছোটো করে দেখানোর জন্য কি হারে একতরফা ইতিহাস পেশ করা হয় তা আর গোপন নেই।
যে শশাঙ্কের বাহুবলের চর্চা ভারতের অলিতে গলিতে ছিল, যার আমলে আজকের গণিতের ডিফারেন্সিয়েসান, ক্যালকুলাস চরম সীমায় পৌঁছেছিল। সেই শশাঙ্ক ইতিহাসের পাতায় কোনঠাসা হয়ে পড়েছেন। India Rag এর পাঠক পাঠিকাদের মহারাজা শশাঙ্কের বিষয়ে অন্য লেখায় জানাবো। তবে আজকে পাঠক পাঠিকাদের যা জানাবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকে আমরা রাজা অশোকের সম্পর্কে কিছু তথ্য জানাবো যা অত্যন্ত চালাকির সাথে ইতিহাসের পাঠ্যপুস্তকে গোপন করার চেষ্টা হয় বলে অভিযোগ উঠে। আসলে ইতিহাসে পড়নো হয় অশোক হিন্দু রাজা ছিলেন এবং কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অর্থাৎ হিন্দু ধর্মে থাকাকালীন তিনি হিংসক ছিলেন, কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এবং হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে উনি শান্তিপ্রিয়তে পরিনত হয়েছিলেন। তবে পাঠ্যবইতে পড়ানো এই সমস্ত তথ্য সম্পূর্ণ ভুল।
আসলে প্রাচীন শিলালিপি থেকে এটা স্পষ্ট যে, কলিঙ্গ যুদ্ধের প্রায় ৪ বছর আগে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। উনার বৌদ্ধ ধর্ম গ্ৰহণ করার পেছনে রাজনৈতিক কারণ ছিল। অর্থাৎ কলিঙ্গ যুদ্ধ করার সময় অশোক হিন্দু ছিলেন না বরং তখন তিনি বৌদ্ধ ছিলেন। আসলে অশোক যখন সিংহাসনে বসেছিলেন তখন উনার ঘনিষ্ট জৈন সম্প্রদায়ের লোকজন উনার বিরোধ করতেন।
Yes, the great Buddhist emperor Ashoka killɛd 18,000 Ajivikas & Jains because a Nirgrantha Jain of Pundravardhana (Bengal) named Jnatiputra drew a picture of Buddha prostrating at the feet of Mahavira.
Worse, this information comes from a Buddhist source. pic.twitter.com/rHyenZyhF8
— True Indology (@TIinExile) August 8, 2020
সেই সময় বৌদ্ধ ধর্মের প্রভাব চরমে ছিল এবং জৈনের প্রতিদ্বন্দ্বী হিসেবে সেরা বাছাই ছিল। শুধু এই নয়, অশোক বন্দনাতে স্পষ্ট লেখা রয়েছে যে বৌদ্ধ ধর্ম গ্রহণের পরও উনি অহিংসার পথে চলেননি। যার ফলস্বরূপ কলিঙ্গ যুদ্ধের সূত্রপাত হয়। অশোক বন্দনাতে লেখা রয়েছে, অশোক বাংলায় ধর্মের হিংসায় ১৮,০০০ মানুষের উপর হত্যালীলা চালিয়েছিলেন। অশোক বন্দনাতে আরো লেখা হয়েছে, যে এক চিত্রকার ছবিতে মহাবীরকে বুদ্ধের থেকে মহান দেখিয়েছিলেন। এই কারণে চিত্রকার সহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। তবে এসব ইতিহাস ভারতের পাঠ্যপুস্তক থেকে গোপন করা হয়েছে। উল্টে অশোককে হিন্দু বলে দেখানো হয় এবং কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল বলে ভুয়ো তথ্য ভারতীয়দের পড়ানো হয়।
from India Rag https://ift.tt/2XFPbHV
Bengali News