-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ছিলেন বিশ্ব বিখ্যাত শিল্পপতি, সুখ-শান্তির খোঁজে সনাতন ধর্ম গ্রহণ করে হয়ে উঠলেন কৃষ্ণ ভক্ত

- August 11, 2020

কলকাতাঃ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরে ১১৩ মিটার উঁচু সুবিশাল কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে, আগামী দুই বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। শ্রী মায়াপুর চন্দ্রোদয় নামের এই মন্দিরের নির্মাণ কৃষ্ণভক্ত অম্বরিশ দাস (Ambarish Das) করাচ্ছেন। যিনি আগে আলফ্রেড ফোর্ড (Alfred Ford) নামে পরিচিত ছিলেন। আর উনি বিশ্ববিখ্যাত ফোর্ড গাড়ি কোম্পানির মালিক।

কৃষ্ণের প্রতি আলফ্রেডের এই আকর্ষণীয় কাহিনীতে মায়াও রয়েছে, আর এই মায়ার কারণে মায়াপতি শ্রী কৃষ্ণ এবং মায়াপুরে নির্মিত শ্রী মায়াপুর বৈদিক তারামণ্ডল চন্দ্রদয় মন্দিরের সাথে যুক্ত হন তিনি। আলফ্রেড থেকে অম্বরিশ হওয়া এই কৃষ্ণ ভক্তের ভক্তির এই অনুপ্রেরণামূলক যাত্রা নিরবচ্ছিন্নভাবে চলছে। মন্দিরের একটি অংশের এক লক্ষ বর্গফুট এলাকায় তৈরি হচ্ছে। এই মন্দির ২০২২ এর মধ্যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

অম্বরিশ দাস জানান, কৃষ্ণ ভক্তিই ওনাকে আসল মানুষ বানিয়েছে। জন্মের পরে তিনি সমস্ত বস্তুগত আনন্দ এবং মায়ায় লিপ্ত ছিলেন। তিনি জানান, আমার কাছে সবকিছু ছিল, কিন্তু তাও মনে হত কিছুই নেই। তখন থেকে আমি আমার একাকিত্বর কারণ খোঁজার কাজে লাগি। এরপর আমার শ্রীল প্রভুপাদের সাথে দেখা হয়। তারপর থেকেই আমি আমার জীবনের সেই একাকিত্ব কাটিয়ে উথি কৃষ্ণ ভক্তির মধ্য দিয়ে। উনি জানান, এই মন্দির আমার গুরু মহারাজের স্বপ্ন, আর এই মন্দিরকে সম্পূর্ণ করে ওনার চরণে সমর্পিত করাই আমার প্রধান লক্ষ্য।

ধুতি আর কুর্তা পরে, মাথায় তিলক কেটে হাতে একটি পোটলা নিয়ে উনি সারাদিন শ্রী কৃষ্ণের জপ করেন। আর এই শ্রী কৃষ্ণ প্রেমই ওনার জীবনে সর্বসুখ এনে দিয়েছে। আমেরিকার বিখ্যাত শিল্পপতি আলফ্রেড ফোর্ড এখন অম্বরিশ দাস হিসেবেই পরিচিত। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড মোটর্স এর সংস্থাপক হেনরি ফোর্ড এর নাতি আর কোম্পানির বর্তমান ডায়রেক্টর আলফ্রেড এখন গোটা বিশ্বে অম্বরিশ দাস আর ভগবান শ্রী কৃষ্ণের ভক্তির জন্য বিখ্যাত। উনি মায়াপুরে এই বিখ্যাত চন্দ্রোদয় মন্দির বানানোর জন্য ২৫০ কোটি টাকা দান করেছেন। আর বাকি টাকা চাঁদার মাধ্যমে যোগাড় করা হচ্ছে।



from India Rag https://ift.tt/2DKRYZF
Bengali News
 

Start typing and press Enter to search