৫ আগস্ট অযোধ্যায় ভূমি পূজন চলছিল। সেই পরিপ্রেক্ষিতে হিন্দু সমাজে একটা আনন্দের পরিবেশ বিরাজমান ছিল। তবে কাশ্মীরে ওইদিন এক
অপ্রীতিকর ঘটনা ঘটে, যা নিয়ে মানুষজন সোশ্যাল মিডিয়ায় আক্রোশ প্রকাশ করেছে। কোশুর নিউজের @kpnewschannel টুইটার হ্যান্ডেল থেকে এই তথ্য।প্রথম প্রকাশ্যে এসেছিল।
ঘটনাটি ঘটেছে কুপওয়ারার জলখানি গ্রামে, যেখানে এক শিবমন্দিরকে ভেঙে ফেলা হয়েছে। বলা হচ্ছে কিছু বছর আগেও মন্দিরকে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। এক সোশ্যাল মিডিয়ায় ব্যাবহারকারী নিজের শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ” কিছু বছর আগে শিবলিঙ্গটি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু আমাদের আস্থা দেখুন, আমরা এতেই খুশি ছিলাম যে মন্দিরের কাঠামো টিকে রয়েছে। এখন সেটাও গুঁড়িয়ে দেওয়া হল। আশা করছি আবারও কোনোদিন মন্দিরটিকে সরিয়ে তোলা হবে এবং আমরা প্রার্থনা করতে পারবো। এটা খুবই দুঃখের ঘটনা।”
own land! Time to introspect one & all. Reality is not what is being depicted. I hope the culprits are being taken to task.
— राष्ट्रवादी Anu Dhar
#StaySafe (@DharA15167619) August 9, 2020
উল্লেখ্য, কাশ্মীরে বেশিরভাগ মন্দির অবহেলার কারণে ধ্বংসাবশেষ এ পরিণত হয়েছে বা কট্টরপন্থীরা ভেঙে দিয়েছে। এক সময় ছিল যখন কাশ্মীরের মন্দির, কাশ্মীরের সংস্কৃতি পুরো বিশ্ব জুড়ে খ্যাত ছিল। আজ সেই কাশ্মীর যেন নরকে পরিণত হচ্ছে। তবে ভারতের হিন্দু জনমানস আজও কাশ্মীরের মন্দিরের প্রতি আগের মতোই শ্রদ্ধা ব্যাক্ত করে।
When the whole nation was celebrating the bhumi puja of Ram temple, back home in Kashmir some culprits demolished the shiv temple in village Waterkhani, Kupwara. Few years back the Shivling was broken into pieces.
Can the authorities please inspect the area & book the culprits pic.twitter.com/Cq1xrRpDsD— Kashmiri Pandit News कोशूर न्यूज़ चैनल (@kpnewschannel) August 9, 2020
২০১২ সালের এক রিপোর্ট অনুযায়ী, বিগত দুদশকে শুধুমাত্র শ্রীনগরে ২০৮ টি মন্দিরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে অনেক মন্দির ৯ তম শতাব্দীতে নির্মাণ হয়েছিল। এখন সেই সমস্ত মন্দির ভগ্নঅবস্থায় রয়েছে। সরকারের অবহেলার কারণে মন্দিরগুলি এখন মুছে যাওয়ার পথে। অন্যদিকে কট্টরপন্থীদের উপদ্রবে ভালো থাকা মন্দিরগুলিও ভাঙতে শুরু হয়েছে।
from India Rag https://ift.tt/31w1R5u
Bengali News