নয়া দিল্লীঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী (Pranab Mukherjee) আক্রান্ত হয়েছেন করোনায়। ওনার পরীক্ষা রিপোর্ট পজেটিভ এসেছে বলে সুত্রের খবর। উনি নিজেই এই বিষয়ে অবগত করান। উনি একটি ট্যুইট করে লেখেন, ‘রুটিন চিকিৎসা করাতে হাসতাপালে গেলে সেখানে পরীক্ষা করাই এবং আমার রিপোর্ট পজেটিভ এসেছে। বিগত কয়েকদিনে যারা যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন সবাই নিজের করোনার পরীক্ষা করিয়ে নেন।” আপনাদের জানিয়ে দিই, প্রাক্তন রাষ্ট্রপতি ছাড়াও মোদী সরকারের চারজন ক্যাবিনেট মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান সহ আরও দুজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
Former President Pranab Mukherjee tests positive for #COVID19 pic.twitter.com/mfooRWvWqp
— ANI (@ANI) August 10, 2020
from India Rag https://ift.tt/33NErLB
Bengali News