-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীনের সাথে আরও একটি ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল ভারত

- August 13, 2020

নয়া দিল্লীঃ ভারত সরকার দ্বারা সঞ্চালিত তেল কোম্পানি (Oil Companies) গুলো চীনের (China) কোম্পানি দ্বারা সঞ্চালিত অথবা তাঁদের মালিকাধিন তেল ট্যাঙ্কারের বুকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ চীনের সাথে ব্যবসায়িক গতিবিধি বন্ধ করার জন্য গত মাসে নেওয়া নির্দেশ অনুযায়ী নেওয়া হয়েছে। জানিয়ে দিই, ভারত আর চীনের মধ্যে লাদাখে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় চলা বিবাদের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে।

জানিয়ে দিই, তেল কোম্পানি গুলোর কাছে প্রথম থেকেই বৈশ্বিক টেন্ডারে ভারতীয় জাহাজের পক্ষে ফাস্ট রাইট অফ রিফিউজালের অধিকার আছে। এর অধীনে, যদি ভারতীয় ট্যাঙ্কারগুলি বিদেশী জাহাজগুলির বিজয়ী বিডের সমান হয়, তবে তাদেরকে চুক্তি দেওয়া যেতে পারে। ভারত সরকারের এই সর্বশেষ সিদ্ধান্তের ফলে, চীনের সাথে যেই জাহাজের সম্পর্ক রয়েছে এমন প্রতিটি জাহাজ ব্যবসার দিক থেকে সুযোগের বাইরে থাকবে।

তবে এই সিদ্ধান্ত তেল সংস্থাগুলির ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না কারণ এ জাতীয় জাহাজে চীনা জাহাজের সংখ্যা খুব কম। বলে দিই, ভারত সরকারে সূচনা মন্ত্রালয় চীনের ৫৯ টি অ্যাপকে আগেই নিষিদ্ধ করেছে। এরপর সরকার আরও একটি আদেশ জারি করে চীনের আরও ৪৭ টি ব্যান করে দিয়েছে। ওই ৪৭ টি চাইনিজ অ্যাপ চীনের প্রথমে ব্যান করা ৫৯ টি অ্যাপের সমতুল্য ছিল।



from India Rag https://ift.tt/30T2gQp
Bengali News
 

Start typing and press Enter to search