মহেশ ভট্ট টাকা লাগিয়ে একটা সিনেমা বানিয়েছেন। সিনেমার নাম সড়ক-২, এই সিনেমায় পূজা ভট্ট ও আলিয়া ভট্ট মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই দুজন মহেশ ভট্টের মেয়ে। সিনেমা রিলিজ হওয়ার আগে ইউটিউব এর মতো প্লাটফর্মে ট্রেলার রিলিজ করা হয়েছে। আর সেখানেই জনগণ তাদের শক্তি প্রদর্শন করেছে।
বড়ো সংখ্যায় লোকজন সিনেমাটির ট্রেলারের উপর নেগেটিভ রিভিউ দিয়েছে। ইউটিউবের মতো প্লাটফর্মে সড়ক-২ এর আনলাইকের সংখ্যা লাইকের থেকে বহু বেশী হয়েছে। এখনও অবধি ট্রেলারটিতে প্রায় ৬৭ লক্ষ আনলাইক পড়েছে। অন্যদিকে লাইক মাত্র ৩ লক্ষের ঘরে রয়েছে। এত সংখ্যায় আনলাইক দেখার পর ভট্ট পরিবারের নতুন সিনেমা নিয়ে আনন্দে একটু ভাটা পড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
এত বিশাল সংখ্যায় জনগণ ট্রেলারটি আনলাইক করার পর এখন সিনেমার সাথে জড়িত লোকজন এর তদন্তের দাবি করেছে। বিশেষকিছু সাইবার টেকনিকের ব্যাবহার করে এমন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন এই ভুয়ো লাইকের অভিযোগের উপর সক্রিয় হয়ে উঠেছে মুম্বাই পুলিশ।
Hate.Debate.Malign.Lie.
Boy’coot’. Scoot. Unfriend.Trend. Over the top? Why not? Gotta do what it takes to be host with the most with a hot bot!— Pooja Bhatt (@PoojaB1972) August 12, 2020
মুম্বাই পুলিশ কোমর বেঁধে তদন্তে নেমে পড়েছে। যদিও অনেকে মনে করছেন যে দেশের জনতা নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে ট্রেলারের বারোটা বাজিয়েছে। জনতা বলিউডে পরিবারবাদের বিরোধিতা প্রকাশ করার জন্যেই এমন করেছে। জনগণই দেশের শক্তি,এই শক্তির জাগরণ হলে তা কর্মে প্রতিফলিত হতে বেশি সময় লাগে না। আর এর প্রমান আজ হাতে নাতে পাওয়া গেছে। বলা হচ্ছে জনগণ সিনেমা জগতে পরিবারবাদ ও মাফিয়াগিরির অবসান করার নির্ণয় নিয়ে ফেলেছে। যার পতিক্রিয়া এবার বাস্তবে দেখা যাচ্ছে।
from India Rag https://ift.tt/2DVRW0W
Bengali News