পশ্চিমবঙ্গে এক বিজেপির নেতার ১৬ বছর বয়সী বোনকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকা এক ব্যাক্তির বিরুদ্ধে উঠেছে। ফিরোজ আলী নামে এক ব্যাক্তি বিজেপির নেতার বোনকে অপহরণের পর খুন ও ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনা পশ্চিমবঙ্গের উত্তরদিনাজপুর জেলার চোপড়া এলাকায় ঘটিত হয়েছে। যেখানে রবিবার সকালে ১৬ বছরের মেয়েটিকে হাসপাতালে মৃত বলে ঘোষনা করা হয়। ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে উঠে এবং লোকজন জাতীয় সড়কের উপর বিক্ষোভ প্রদর্শন করে।
A 16 years old girl raped by Feroze Ali in Chopra. She died today morning. Did she pay the price of being the sister of the local BJP Booth President? And sadly, a state governed by a woman CM cannot protect it's girls. pic.twitter.com/Fw7Fp4v6hJ
— BJP Bengal (@BJP4Bengal) July 19, 2020
https://platform.twitter.com/widgets.js
বঙ্গবিজেপি ঘটনা প্রসঙ্গে মমতা ব্যানার্জীর উপর প্রশ্নঃ তুলেছে। বঙ্গবিজেপির টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছে, রাজ্যসরকার যা একজন মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত তারা একটি মেয়েকে রক্ষা করতে পারে না। মেয়েটির অসহায় পরিবার জানিয়েছে, রবিবার কিছু অপরাধ মানসিকতার উপদ্রবীরা তাদের মেয়েকে অপহরণ করেছিল।
https://connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v7.0
বাংলার মেয়েরা এখন আর সুরক্ষিত নয়, ছিঃ তৃনমূল ছিঃধর্ষণকারী সরকার আর নাই দরকার।
Posted by Saumitra khan on Sunday, July 19, 2020
তবে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠলেও পশ্চিমবঙ্গের পুলিশ অন্য কথা জানিয়েছে। ধর্ষণ করে খুন নয় বরং মেয়েটির দেহে বিষের প্রভাব পাওয়া গেছে। শরীরে কোথাও আঘাতের চিন্হ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
from India Rag https://ift.tt/2E0MpGt
Bengali News