-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীনকে ৪০০ মিলিয়ন ডলারের হাইভোল্টেজ ঝটকা দিল জিন্দাল গ্রুপ! মাল আমদানি করা হবে শুন্য

- July 02, 2020

চীনের বিরুদ্ধে ভারতীয়রা লাগাতার একজোট হচ্ছে। ভারত সরকার নিজের মতো করে চীনের বিরুদ্ধে একশন নিচ্ছে। অন্যদিকে দেশের জনগণ ১ টা পিন কিনতে গেলেও মেড ইন চাইনা কিনা যাচাই করছে। ভারতের জনগণ চীনকে শিক্ষা দিতে সমগ্র শক্তি ঝুঁকে দিয়েছে।

চীনের সর্বনাশ করার যে শপথ সাধারণ ভারতীয়রা নিয়েছে তাতে এবার নামদামি ব্যবসায়ীরাও যোগ দিচ্ছেন। ভারতের ব্যাবসায়ীরাও ভূ মাফিয়া চাইনিজ সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে। ভারতে পাওয়ার ও স্টিলের ব্যাবসা করা জিন্দাল গ্রুপ আজ বড়ো ঘোষণা করেছে।

জিন্দাল গ্রুপ চীনকে ৪০০ মিলিয়ন ডলারের হাই ভোল্টেজ ঝটকা দিয়েছে। জিন্দাল গ্রুপ স্পষ্ট বলেছে যে তারা এই বিশাল অংকের টাকা আর কোনোভাবেই চীনে যেতে দেবে না। চীন থেকে ৪০০ মিলিয়ন ডলারের যে মাল আমদানি করা হতো, তার উপর লাগাম লাগিয়ে দিয়েছে জিন্দাল গ্রুপ।

https://platform.twitter.com/widgets.js

পার্থ জিন্দাল বলেছেন, “চীন ভারতের জমি কবজা করার চেষ্টা করেছে, আমাদের সৈনিকদের উপর হামলা করেছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা চীন থেকে ইমপোর্ট শুন্য করার সিধান্ত নিয়েছি।” চীনকে বয়কট করে জিন্দাল গ্রুপ দেশের জনগণের উৎসাহকে বাড়ানোর সিধান্ত নিয়েছে।



from India Rag https://ift.tt/2VGUZQB
Bengali News
 

Start typing and press Enter to search