নয়া দিল্লীঃ ভগবান শ্রী কৃষ্ণকে (Shreee Krishna) নিয়ে অশ্লীল মন্তব্য করার আর ওনাকে পাগল বলা হিন্দুস্তান টাইমস (hindustan Times) এর সাংবাদিক সৃষ্টি জয়সওয়ালকে (Srishti Jaswal) বহিষ্কার করল সংস্থা। এর সাথে সাথে সৃষ্টি নিজের ট্যুইটার আর ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেয়।
সৃষ্টি জয়সওয়ালকে (Srishti Jaswal)বহিষ্কার করার খবর হিন্দুস্তান টাইমস (hindustan Times) একটি ট্যুইটের মাধ্যমে দেয়। ওই সংবাদমাধ্যম লেখে, আমরা সৃষ্টি জয়সওয়ালের মন্তব্যকে সমর্থন করিনা আর এই মন্তব্য ওনার ব্যাক্তিগত ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ব্যাক্তিগত ভাবে দেওয়া হয়েছিল। তাঁকে তৎকাল কাজ থেকে বহিষ্কার করা হয়েছে আর এই মামলার কথা আম্থায় রেখে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে।
Hindustan Times does not endorse Srishti Jaswal’s comments which were made on her personal Twitter handle and in her personal capacity. She has been suspended from duties with immediate effect and a code of conduct committee has been set up to look into the matter.
— Hindustan Times (@HindustanTimes) July 2, 2020
https://platform.twitter.com/widgets.js
সোশ্যাল মিডিয়ায় হিন্দুস্তান টাইমস এর সাংবাদিক সৃষ্টি জয়সওয়ালের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হওয়ার পরেই হিন্দুস্তান টাইমস এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। এই মামলা প্রকাশ্যে আসার পর সৃষ্টি জয়সওয়াল নিজের ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। আপনাদের জানিয়ে দিই, সোশ্যাল মিডিয়ায় ভগবান শ্রী কৃষ্ণের নাম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিজেপির নেতা গৌতম আগরবাল সৃষ্টির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
এটাই প্রথম না, এর আগে বিমান সংস্থা গো-এয়ার একজন প্রশিক্ষণরত পাইলট আসিফ খানকে বহিষ্কার করেছিল। আসিফ খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছিল। এরপরই ওই সংস্থা আসিফ খানকে বহিষ্কার করে। যদিও বহিস্কারের পর আসিফ খান উল্টে গো-এয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করেছিল।
from India Rag https://ift.tt/3e00bFn
Bengali News