নয়া দিল্লীঃ ভারত আর চীনের মধ্যে পূর্ব লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় বিগত দুই মাস ধরে উত্তেজনার পারদ চড়ছে। আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আচমকা লাদাখে পৌঁছে সবাইকে চমকে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখ সফর চীনকে কড়া বার্তা দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এই কারণে চীনের বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে এবার এই বিষয়ে প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে। চীনে বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে বয়ান জারি করে বলা হয়েছে যে, কোন দেশই যেন এমন কিছু না করে, যাতে পরিস্থিতি আর খারাপ হয়।
#WATCH Prime Minister Narendra Modi addresses soldiers in Nimoo, Ladakh https://t.co/LCa8oWxL39
— ANI (@ANI) July 3, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রতিদিন হওয়া প্রেস মিটিংয়ে চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র ঝায়ো লিজিয়ান বলেন, ভারত আর চীনের মধ্যে চলা সীমান্ত বিবাদ নিয়ে সৈন্য আধিকারিকদের মধ্যে কথাবার্তা চলছে। আর এরমধ্যে দুই দেশেরই সংযত থাকা উচিৎ। কেউ যেন এমন কিছু পদক্ষেপ না নেয়, যাতে সমস্যা আরও বাড়ে।
আজকে প্রধানমন্ত্রীর লাদাখ সফর নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় (PMO) থেকে জারি বয়ানে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত নিমুর একটি ফরোয়ার্ড পোস্টে আছেন। উনি সকাল সকালই সেখানে পৌঁছান। এই জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার কিমি উঁচুতে অবস্থিত। এই এলাকা সিন্ধু নদীর তীরে অবস্থিত আর জাঙ্কসর রেঞ্জ দিয়ে ঘেরা আর খুবই দুর্গম স্থান। নিমু বিশ্বের সবথেকে উঁচু আর খতরনাক পোস্ট গুলোর মধ্যে একটি। আর সেখানে আচমকাই প্রধানমন্ত্রীর সফর সবাইকে চমকে দিয়েছে।
PM @NarendraModi जी को अपने बीच पाकर उत्साह, उमंग, और देशभक्ति के जज्बे से भरे सीमा पर तैनात जवान। pic.twitter.com/yZYsg2qhVt
— Piyush Goyal (@PiyushGoyal) July 3, 2020
https://platform.twitter.com/widgets.js
পূর্ব লাদাখে চীনের সাথে চলা উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হচ্ছে। উনি গত মাসে মন কি বাতে বলেছিলেন যে, লাদাখে যা হয়েছে সেটা নিয়ে চীনকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। আর এর দুদিন পরেই ভারত চীনকে আরও বড় ঝটকা দিয়ে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। ভারতের এই পদক্ষেপে চীনের কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে।
from India Rag https://ift.tt/3eX8V0n
Bengali News