-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১লা আগস্ট পালিত হবে বকরি ঈদ, ঘোষণা করলেন জামা মসজিদের শাহি ইমাম বুখারি

- July 21, 2020

নয়া দিল্লীঃ মুসলিমদের উৎসব ঈদুল আযহা (Eid al-Adha) (বকরি ঈদ) ১ লা আগস্ট পালিত হবে। জামা মসজিদের (Jama Masjid) শাহি ইমাম আহমেদ বুখারি (Ahmed Bukhari) মঙ্গলবার এই কথা ঘোষণা করেন। মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের মানুষ অধীর আগ্রহে চাঁদের অপেক্ষা করছিল, কিন্তু গোটা ভারতে বর্ষার জন্য মঙ্গলবার চাঁদ দেখা সম্ভব হয়নি। কিন্তু চাঁদ না দেখতে পাওয়ার পরেও মঙ্গলবার বকরি ঈদ পালিত হবে ঘোষণা করেন শাহি ইমাম।

https://platform.twitter.com/widgets.js

বকরি ঈদে প্রধান ভাবে কুরবানির উৎসব হিসেবে পালিত হয়। হামা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি জানিয়েছেন, মঙ্গলবার চাঁদ না দেখতে পাওয়ার কারণে বকরি ঈদ ১ লা আগস্ট শনিবার পালিত হবে।

দিল্লীর ফতেহপুরি মসজিদের শাহি ইমাম মৌলানা মুফতি মুকরম বলেন, দিল্লি সমেত গোটা ভারতে কোথাও চাঁদ দেখা যায়নি। আর এই কারণেই বকরি ঈদ ১ লা আগস্ট পালিত হবে। মৌলানা মুফতি বলেন, দিল্লীতে আকাশ পরিস্কার না, কিন্তু তামিলনাড়ু আর মধ্যপ্রদেশে আকাহ পরিস্কার থাকার পরেও চাঁদ দেখা যায়নি। যদিও, করোনা ভাইরাসের কারণে এবার উৎসব অনেক সাবধানের সাথে পালিত হবে। বকরি ঈদের উৎসব এবার অনেক জৌলুসহীন হবে। অনেক রাজ্য সরকার বকরি ঈদ নিয়ে গাইডলাইনও জারি করেছে।

মহারাষ্ট্র সরকার মানুষকে মসিজিদ আর ঈদগাহ এর বদলে ঘরে বসেই নামাজ পড়ার আবেদন করেছে। এছাড়াও মানুষকে বকরি (ভেড়া) এর বদলে প্রতীকী বলিদান করার পরামর্শ দিয়েছে। সরকারের গাইডলাইনে বলা হয়েছে যে, মসজিদ, ঈদগাহ অথবা সার্বজনীন স্থলের বদলে এবার ঘরে বসেই নামাজ পরুন। সমস্ত পশু বাজার বন্ধ থাকবে। যদি কোন ব্যাক্তি কুরবানির জন্য পশু কিনতে চায়, তাহলে তাঁকে অনলাইন অথবা ফোনের মাধ্যমে কিনতে হবে।



from India Rag https://ift.tt/39k3gj5
Bengali News
 

Start typing and press Enter to search