-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভাঙেনি ২৬৪ কোটি টাকার ব্রিজ, মিডিয়ায় ছড়ানো হচ্ছে ভুয়ো খবর! ভিডিও জারি করে দাবি বিহার সরকারের

- July 16, 2020

পাটনাঃ বিহার (Bihar) সরকারের দাবি অনুযায়ী, ২৬৪ কোটি টাকা খরচ করে বানানো সত্তর ঘাট ব্রিজ (Sattar Ghat Bridge) ভাঙেনি। সরকারের তরফ থেকে এই বিষয়ে একটি ভিডিয়োও জারি করা হয়েছে। মন্ত্রী নন্দ কিশোর যাদব (Nand Kishore yadav) বলেন, সত্তরঘাট ব্রিজে তিনটি ছোট ছোট ব্রিজ আছে। সত্তরঘাট ব্রিজ থেকে দুই কিমি দূরে থাকা ব্রিজ জলের তোড়ে ভেঙে গেছে। বিহার সরকারের তরফ থেকে জারি করা ভিডিয়োতে (Video) বলা হয়েছে যে, সত্তর ঘাট ব্রিজ ভাঙার ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। সত্তর ঘাটের প্রধান ব্রিজ থেকে প্রায় দুই কিমি দূরে গোপালগঞ্জে আর একটি ১৮ মিটার দীর্ঘ একটি ছোট ব্রিজের জলের তোড়ে ভেসে গাছে। ওই ছোট ব্রিজ গণ্ডক নদীর বাঁধের পাশে বানানো।

https://platform.twitter.com/widgets.js

বিহার সরকার জানায়, গণ্ডক নদীতে জলের গতি গোপালগঞ্জের থেকে বেশি। আর এই কারণে ব্রিজ ভেঙে পড়েছে। এই কাণ্ড অত্যাধিক জলের চাপে হয়েছে। তবে এই ব্রিজ ভেঙে পড়ার পর বড় এবং প্রধান ব্রিজের কোন ক্ষতি হয়নি। জলের গতি কমলেই সেখানে যাতায়াত চালু করে দেওয়া হবে। বিহার সরকার জানিয়েছে যে, এই প্রকল্পে এক পয়সারও দুর্নীতি হয়নি। এটা প্রাকৃতিক দুর্যোগ। এর আগে পথ নির্মাণ মন্ত্রী নন্দ কিশোর যাদব বলেছিলেন যে, সত্তর ঘাট ব্রিজ সম্পূর্ণ সুরক্ষিত। বাঁধের পাশে আরও একটি ছোট ব্রিজ আছে, আর সেই ব্রিজেই অ্যাপ্রোচ রোড ভেসে গেছে। এটা প্রাকৃতিক দুর্যোগ। বড় ব্রিজ ভাঙেনি আর সেটা নিয়ে কোন দুর্নীতিও হয়নি।

https://platform.twitter.com/widgets.js

গণ্ডক নদীর বন্যার কারণে গোপালগঞ্জ জেলার বৈকন্ঠপুরের ফৈজুল্লাহপুড়ে ছাপরা-সত্তরঘাট প্রধান রাস্তাকে সংযুক্ত করা ছোট ব্রিজের একটি অংশ জলের তোড়ে ভেসে গেছে। ২০১২ সালে এই প্রোজেক্টের কাজ শুরু হয়েছিল ২৬৪ কোটি টাকা খরচ করে এই প্রোজেক্ট সম্পূর্ণ করা হয়েছিল। গত জুন মাসের ১৬ তারিখ বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এই ব্রিজের উদ্বোধন করেন।



from India Rag https://ift.tt/39bpDHl
Bengali News
 

Start typing and press Enter to search