-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

গোটা দেশের সমস্ত রাজ্যে ৯০% দুর্নীতি হয়, শুধু পশ্চিমবঙ্গেই ১০% দুর্নীতি হয়ঃ মমতা ব্যানার্জী

- July 08, 2020


কলকাতাঃ রাজ্যে ৯০% দুর্নীতি কমিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সিপিএম (CPIM) আমলে ১০০% দুর্নীতি ছিল, আমরা তা কমিয়ে ১০% এ নামিয়েছি। বুধবার কলকাতায় নিরাপত্তা সংক্রান্ত একটি সভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। তিনি জানান, রাজ্যে দুর্নীতি বাম আমল থেকেই চলে আসছে, দুর্নীতির সিপিএম-এরই দান। তবে এতবছর দুর্নীতি করার পর অনেকেরই সেই অভ্যাস বদলায় নি। তিনি জানান, তৃণমূল আমরা যারা দুর্নীতি করেছেম তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। এমনকি আজকের সভায় তিনি একাংশের সংবাদমাধ্যমের নাম ধরেও সমালোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, দু একটা ছোট ঘটনাকে ইস্যু করে বড়সড় রাজনীতি করার চেষ্টা করছে কোনও কোনও দল। তিনি জানান, বাম আমলে পঞ্চায়েতে ১০০ শতাংশ চুরি হত। আমরা ১০০ শতাংশ চোর উৎখাত করতে পারিনি ঠিকই, কিন্তু ৯০ শতাংশ চোর উৎখাত করেছি। আমরা নিজদের দল, নিজের দলের লোককেও ছেড়ে কথা বলিনা। আমি কড়া নির্দেশ দিয়েছি যে মানুষের টাকা যেন কেউ মেরে না খায়।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বীকার করে বলেন যে, কোথাও কোথাও এখনো কিছু দুর্নীতিবাজ রয়েছে। তবে আমি পুলিশকে তাদের কড়া হাতে দমন করার কথা জানিয়েছি। অনেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এখন যেটুকু দুর্নীতি আছে, ধীরে ধীরে সেটাও কমে যাবে। মুখ্যমন্ত্রী ফলাও করে বলেন, আমাদের রাজ্যে ১০ শতাংশ দুর্নীতি আর অন্য রাজ্যে ৯০ শতাংশ দুর্নীতি আছে।

মমতা ব্যানার্জী বলেন, ‘৩৪ বছরে অভ্যাস কি এত কম সময়ে বদলায়? বাম আমল থেকেই দুর্নীতি চলছে। ওদের এই ব্যবস্থা নীচুতলা আর সরকারি দফতরে চালু আছে। আর এই দুর্নীতি সামলানোর জন্য এখনো আমাকে অনেক লড়াই করতে হবে।

আপনাদের জানিয়ে দিই, আমফান নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির খবর পাওয়া গেছে। আর প্রতিটি দুর্নীতিতেই নাম উঠেছে তৃণমূল নেতা, নেত্রীদের। এখনো রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের থাকা পায়নি, কিন্তু সেখানে তৃণমূল নেতারা নিজে এবং নিজের পরিবারের নামে ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে। এমনকি অনেক ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া নাম করে কাটমানি খেয়েছেন শাসক দলের নেতা কর্মীরা।



from India Rag https://ift.tt/38Db9Qr
Bengali News
 

Start typing and press Enter to search