নাগরিকতা সংশোধন আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে দিল্লীর শাহিনবাগ (Shaheen Bagh) এলাকায় আবারও ধরনা বসতে চলেছে, এই খবর পাওয়ার পরেই পুরনো ধরনাস্থলে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়।
শোনা যাচ্ছে যে, শাহিনবাগে গোপন ভাবে আবারও ধরনা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই খবর পাওয়ার পরেই ওই এলাকায় প্রায় ১০০ জন পুলিশ মোতায়েন হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছু মহিলা ওই এলাকায় জড় হওয়াও শুরু করেছিল। পুলিশ তাদের বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনাস্থলে জয়েন্ট সিপি দেবেস শ্রীবাস্তবও উপস্থিত আছেন।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ শাহিনবাগের সাথে সাথে জামিয়া আর তাঁর আশেপাশের অঞ্চলে জওয়ান মোতায়েন করেছে। এর সাথে সাথে গোয়েন্দা বিভাগকেও অ্যালার্ট করে দেওয়া হয়েছে।
সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শাহিনবাগে বিগত কিছুদিন ধরেই সীমিত সংখ্যান মানুষ জড় হচ্ছিল। এরা বৈঠক করছিল, কিন্তু কোন ধরনায় বসেনি। আজ ধরনায় বসার খবর পেয়েই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
from India Rag https://ift.tt/3gSkkQr
Bengali News