-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

গর্ভবতী হাতিনির হত্যার মামলায় থামিম শেখ ও আমজাদত আলী গ্রেফতার! কঠোর শাস্তির দাবি সোশ্যাল মিডিয়ায়

- June 04, 2020

রামকৃষ্ণদেব বলেছিলেন- যত্র জীব তত্ৰ শিব। জীবের সেবা করাকে পরম ধৰ্ম বলে যুগে যুগে ভারতীয় সমাজকে শিক্ষা দিয়ে গেছেন মহাপুরুষরা। কিন্তু বর্তমানে শিক্ষার যেন আত্মধ্বংসকারী রূপ নিতে শুরু করেছে। ন্যায়, সততা, জীবপ্রেমের পবিত্র অনুভূতি সবকিছুই ধীরে ধীরে বিলুপ্তির দিকে অগ্রসর হচ্ছে।

গর্ভবতী হাতিনিকে বোমা ভরা আনারস খাইয়ে কেরলে হত্যা করা হয়েছে। যদিও মিডিয়ার একাংশ আনারসের ভেতর বাজি ছিল দাবি করে বিষয়টিকে হালকা করতে নেমে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিকে হালকা করে দেখিয়ে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

বার বার এ প্রশ্নও উঠছিল যে, ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের নাম কেন সামনে আসছে না বা কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে লাগাতার প্রশ্নঃ উঠায় এবং সোশ্যাল মিডিয়ার চাপে এখন প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এখন গর্ভবতী হাতিনির হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মিডিয়া উপদেষ্টা অমর প্রসাদ রেড্ডি জানিয়েছেন, থামিম শেখ ও আমজাদ আলী নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অমর প্রসাদ রেড্ডি বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাই যেন অপরাধীদের সাজা দেওয়া হয় এবং জাতি, ধৰ্ম না দেখে তদন্ত করা হয়।

https://twitter.com/amarprasadreddy/status/1268587103262109696?s=19

জানিয়ে দি, গর্ভবতী হাতিনির হত্যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় জনগণের দারুন আক্রোশ চোখে পড়েছিল। যার জেরে বিষয়টি কেন্দ্র সরকার অবধি পৌঁছে যায় এবং কেন্দ্র সরকার এই ইস্যুতে কেরল সরকারের থেকে রিপোর্ট চেয়েছে।



from India Rag https://ift.tt/2Bv1qPn
Bengali News
 

Start typing and press Enter to search