নয়া দিল্লীঃ চিন (China) লাগাতার তাইওয়ানকে (Taiwan) তাদের দেশের অভিন্ন অংশ বলে আসে। সম্প্রতি তাইওয়ান যখন বিশ্ব স্বাস্থ সভায় (WHO) অংশ নেওয়ার জন্য ভারতের (India) সাহায্য চায়, তখন নয়া দিল্লীতে থাকা চিনের দূতাবাসের প্রতিক্রিয়া আসে। দূতাবাস থেকে জানানো হয় যে, এই মামলার পরিচালন ‘ওয়ান চাইনা প্রিন্সিপ্যাল”কে মাথায় রেখে করা উচিৎ।
চিনের দূতাবাসের মুখপাত্র জানান, বিশ্ব স্বাস্থ সংগঠন (WHO) সমেত তাদের সমস্ত গতিবিধিতে তাইওয়ান এলাকার অংশিদারিত্ব নিয়ে চিনের অবস্থান স্পষ্ট আর সুসংগত। এটিকে ওয়ান চাইনা সিদ্ধান্ত অনুযায়ী সামলানো উচিৎ। তাইওয়ান চিনের অভিন্ন অংশ।
আপনাদের জানিয়ে দিই, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাইওয়ান অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। তাদের সাথে ভারতের কোন অফিসিয়ালি সম্পর্ক না থাকার পরেও গত সপ্তাহে ১০ লক্ষ সার্জিক্যাল মাস্ক ভারতে পাঠিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই দান বিশ্ব স্বাস্থ সংগঠনের বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতের সমর্থন প্রাপ্তের আহ্বান মাত্র।
from India Rag https://ift.tt/3dMcy8F
Bengali News