-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিডিও: উপসর্গ টেস্ট করতে পৌঁছেছিল মেডিক্যাল টীম! ডাক্তার, নার্সদের তাড়া করল কট্টরপন্থীদের ভিড়

- April 01, 2020

পুরো দেশ এই সময় ডাক্তার, নার্স, সাফাইকর্মীদের খুব সন্মান দিচ্ছে। তবে উন্মাদী কট্টরপন্থীরা ভারতবর্ষকে বর্বাদ করার পুরো ষড়যন্ত্রের উপর কাজ করছে তাই ডাক্তার, নার্সের উপরেও আক্রমন করছে। ইন্দোর থেকে এমন ঘটনায় সামনে এসেছে। আসলে ডাক্তার নার্সদের একটা টিম কট্টরপন্থীদের উপসর্গ দেখতে মুসলিম বহুল এলকায় পৌঁছেছিল। আর সেখানই কট্টরপন্থীরা ভিড় জমা করে ডাক্তারদের ইট, পাথর নিয়ে তেড়ে আসে।

সরকার করোনা নিয়ে বেশ সক্রিয়তার সাথে কাজ করছে কিন্তু উন্মাদীরা সরকারের সহায়তা করার মুডে নেই। ইন্দোর শহরে বেশকিছু মানুষের করোনা হয়েছে। সরকার তাদের সুস্থ করতে ডাক্তার ও নার্সদের টিম প্রেরণ করেছিল। কিন্তু উন্মাদীরা ডাক্তার ও নার্সদের তারা করে। ডাক্তারদের টিম জানিয়েছে, তাদের সাথে সুরক্ষাকর্মী থাকার ফলে প্রাণে বাঁচতে পেরেছে নাহলে বাঁচার কোনো সুযোগ ছিল না।

https://platform.twitter.com/widgets.js

জানিয়ে দি, করোনা ভাইরাসকে দুর্বল করতে ও ভাইরাসের চেনকে ভাঙতে সরকার লকডাউন ঘোষণা করেছে। তবে সরকার ও জনগণের মিলিত চেষ্টাতে আগেই সমস্যা তৈরি করেছে তাবলীগ জামাত। দিল্লীতে তাবলীগ জামাতের যা কাণ্ড করেছে তার জন্য বিশেষজ্ঞরা এক ভয়াবহ আশঙ্কা করছেন।

https://platform.twitter.com/widgets.js

তাবলীগ জামাতের ফলে ভাইরাস ভারতে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বলে অনুমান করা হচ্ছে। তাবলীগ জামাতের কিছু গুন্ডাদের চিকিৎসা চলছে। তারাও চিকিৎসকদের সাথে অভদ্রতামি করছে এবং পুরো হাসপাতাল জুড়ে থুতু দিচ্ছে বলে জানা গেছে। পুরো জামাত মিলে ভারতকে বর্বাদ করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়েছে। আর এখন ইন্দোর থেকেও খুবই ভয়ানক ছবি সামনে আসছে। এখন দেশ মূলত ভাইরাসের সাথে লড়াই করার সাথে সাথে কট্টরপন্থী দেশবিরোধীদের সাথেও লড়াই করছে।



from India Rag https://ift.tt/39vXYzq
Bengali News
 

Start typing and press Enter to search