নয়া দিল্লীঃ ভারতের (India) বরিষ্ঠ নাগরিকদের সাহায্য করা মানুষেরা এবার লকডাউনের সময় নিজেদের সেবা জারি রাখতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) মঙ্গলবার জানায় যে, বরিষ্ঠ নাগরিকদের সাহায্য মানুষদের সাথে সাথে প্রিপেড মোবাইল কানেকশনের রিচার্জের সুবিধাকে সঞ্চালন করার অনুমতি দেওয়া হবে।
Ministry of Home Affairs (MHA) issues order to include additional agricultural and forestry items, shops of educational books for students, shops of electric fans and movement of Indian seafarers in lockdown guidelines, gives SoP on sign-on/sign-off for Indian seafarers. pic.twitter.com/NBnQ6BkX34
— ANI (@ANI) April 21, 2020
https://platform.twitter.com/widgets.js
আরেকদিকে, শহর এলাকায় থাকা রুটি ফ্যাক্টরি আর আটা মিল গুলোকে লকডাউনে সঞ্চালন করার অনুমতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করি নির্দেশে বলা হয়েছে যে, এখনো পর্যন্ত জারি নির্দেশের মাধ্যমে বিশেষ পরিষেবা আর গতিবিধিতে ছাড় দেওয়ার কিছু পরামর্শ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশে বলা হয়েছে যে, বরিষ্ঠ নাগরিকদের সাহায্য করা মানুষ এবং সংস্থা গুলোকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। আরেকদিকে প্রিপেড মোবাইলের জন্য রিচার্জের সুবিধাও চালু করার অনুমতি দেওয়া হয়েছে।
সরকারি আদেশে বলা হয়েছে যে, শহুরে এলাকায় থাকা ব্রেড ফ্যাক্টরি, দুধের প্ল্যান্ট, আটা আর ডাল মিলের মতো খাদ্য নির্মাণ সংস্থা গুলোকে লকডাউনে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও, মন্ত্রালয় এটাও স্পষ্ট করেছে যে কার্যালয়, ওয়ার্কশপ, ফ্যাক্টরি গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
from India Rag https://ift.tt/2XZt7sT
Bengali News