চীন থেকে ভাইরাস যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল সেই মুহূর্তেই ভারত সরকার সক্রিয় হয়ে প্রস্তুত নিতে শুরু করেছিল। জাত জন্য আমেরিকা, ইতালি, ফ্রান্সের মতো দেশে ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও ভারত লাগাম লাগাতে সক্ষম হয়েছিল। তবে সরকার সম্ভবত ভুলে গেছিল যে ভারতে থাকা কট্টরপন্থীরা যে কোনো সময় অনুঘটকের কাজ করতে পারে তথা দেশকে বিপদের মুখে ফেলে দিতে পারে। আর এখন ঠিক তাই হয়েছে।
তাবলীগ জামাতের নিজামউদ্দিন মারকজের কারণে পুরো ভারতে ভাইরাসের গ্রাফ উপরের দিক উঠতে শুরু করেছে। সরকার প্ল্যানিং করেছিল ভাইরাস ছড়িয়ে পড়ার গ্রাফকে লকডাউনের সময়তেই সরলরেখা বা নিম্মমুখী রেখায় পরিণত করা। তবে কট্টরপন্থী উন্মাদী জামাতিরা ভারতে ভাইরাসের গ্রাফকে উর্ধমুখী করেছে। তবে এর থেকেও চিন্তার বিষয় এই যে, এখনও বহু জামাতি দেশের নানা কোনে লুকিয়ে পড়েছে যাদের কারণে পুরো দেশে আতঙ্ক কমার কোনো আশা দেখা যাচ্ছে না।
এর জেরে অনেকে তাবলীগ জামাতকে ব্যান করার দাবি করেছেন আবার অনেকে জামাতিদের গুলি করে উড়িয়ে দেওয়ার দাবি করেছেন। এখন খবর আসছে যে ভারতে করোনা ভাইরাসের হেডকোয়ার্টার নিজামউদ্দিনের সেই বিল্ডিংকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। বিজেপি পরিচালিত দক্ষিণ দিল্লী পৌরসভার তরফ থেকে এই সিধান্ত নেওয়া হয়েছে।
পৌরসভা জানিয়েছে জামাতিরা সম্পূর্ণ অবৈধভাবে বিল্ডিংটি বানিয়েছে। তাই এটাকে ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে। যে জমির উপর উন্মাদী জামাতিরা বিল্ডিং বানিয়েছে তার মালিকানা নিয়েও অনেকে প্রশ্নঃ রয়েছে। যে কারণে প্রশাসন ৭ তলা ওই বিল্ডিংকে গুঁড়িয়ে দেওয়ার সিধান্ত নিয়েছে।
from India Rag https://ift.tt/2wjhzFs
Bengali News