-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ট্রাম্প নিজে ফাঁস করলেন কিছু সংবাদমাধ্যমের ভণ্ডামি! ওষুধ নিয়ে ভারতকে হুমকি নয়, করা হয়েছে অনুরোধ

- April 08, 2020


মোদী সরকার আমেরিকাকে ভয় পেয়েছে, ভারত ট্রাম্পের ভয়েতে ওষুধ দিয়ে দেবে ইত্যাদি নানা রকম কথা গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হচ্ছে। তবে এখন ট্রাম্প নিজেই আসল সত্য প্রকাশ করে দিয়েছেন। হাইড্রোক্সিল ক্লোরোকুইন নিয়ে আমেরিকা নাকি ভারতকে হুমকি দিয়েছে, এমন খবর গতকাল থেকে প্রচারিত হচ্ছে। প্রথমত জানিয়ে দি, যে খবর আন্তর্জাতিক মিডিয়া ও ভারতের কিছু মিডিয়া দ্বারা সম্প্রসারণ করা হচ্ছে তা ভুয়ো না হলেও অর্ধসত্য। মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে ভারত ভয়ে আমেরিকাকে হাইড্রোক্সিল ক্লোরোকুইন দিতে রাজি হয়েছে। সত্য এই যে, ভারত ও আমেরিকার মধ্যে হুমকি দেওয়া কোনো ঘটনা ঘটেনি।

অনেকে দাবি করেছে যে হাউডি মোদী ও নমস্তে ট্রাম্প এর মতো অনুষ্ঠান নাকি ভারতকে কোনোভাবেই কূটনৈতিক দিক থেকে শক্তিশালী করেনি, তাই ট্রাম্প হুমকি দিচ্ছে। আসলে ট্রাম্প এর বক্তব্যকে কিছু সংবাদ মাধ্যম বিকৃত করে জনগণের কাছে পেশ করেছিল। কিছু কিছু সংবাদ মাধ্যম র নিয়ে চ্যানেলে বসে ডিবেট, বিশেষ অনুষ্ঠানের পর্যন্ত আয়োজন করেছিল। তবে আজ ট্রাম্প সংবাদ মাধ্যমগুলিকে এমন জবাব দিয়েছে যাতে দালাল মিডিয়াগুলির ভণ্ডামি সবার সামনে চলে এসেছে।

ট্রাম্প প্রতিদিন হোয়াইট হাউসে এসে মিডিয়ার সামনে বক্তব্য রাখেন। আগের দিন ভারত থেকে ওষুধ আনা সংক্রান্ত এমনি এক বক্তব্যকে নিয়ে দালাল সংবাদ মাধ্যমগুলি ভুয়ো তথ্য ছড়িয়েছিল। আজ ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে এসে তাদের সকলকে যোগ্য জবাব দিয়ে বলেন, ভারত থেকে সুখবর আসছে এবং মোদী একজন মহান ব্যাক্তি। ট্রাম্প মোদীকে হুমকি দিয়েছে এই ভুয়ো তথ্যের খণ্ডন করতেই ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে মহান বলে মন্তব্য করেন।

জানিয়ে দি, হাইড্রোক্সিল ক্লোরোকুইন নিয়ে আমেরিকা প্রথম থেকেই ভারতকে অনুরোধ করেছিল। ভারত জানিয়েছে, আমরা নিজের দেশ ও ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছোটো দেশগুলির চাহিদা পূরণের পর যা বাঁচবে তা আমেরিকা ও বাকি দেশগুলোর সাহায্যের জন্য প্রদান করবে। জানিয়ে দি, ট্রাম্পের যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছিল সেখানে ট্রাম্প এর বলা একটা মাত্র শব্দকে পাল্টে দ্বন্দ লাগানোর চেষ্টা শুরু হয়েছিল।

অন্যদিকে ব্রাজিল ভারতের সাহায্যের তুলনা রামায়ণের হনুমান দ্বারা নিয়ে আসা সঞ্জীবনী বুটির সাথে করেছে। ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একটি চিঠি লিখে ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। ওই চিঠিতে ভারত আর ব্রাজিলের বন্ধুত্ব আর ভারতের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কথা উল্লেখ করা হয়েছে।

ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো লেখেন, ‘করোনা ভাইরাসের মহামারীর সময় ভারত যেভাবে ব্রাজিলের সাহায্য করছে, এটা একদম পুরাণের রামায়ণ কালের মতো। তখন যেমন হনুমান জি প্রভু রামের ভাই লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন, এখন ভারত ঠিক তেমনই করলো।”



from India Rag https://ift.tt/3c3eecV
Bengali News
 

Start typing and press Enter to search