-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ইরাকে পাওয়া গেল ভগবান রামের মূর্তি! ইসলামের আগে সেখানেও ছিল সনাতন হিন্দু ধর্ম।

- June 27, 2019


বিশ্বের প্রত্যেক সভ্যতার সাথে কোনো না কোনো ভাবে ভগবান শ্রী রাম জুড়ে রয়েছেন। আসলে ভগবান শ্রী রাম আদর্শ পুরুষ ছিলেন যার জন্য প্রত্যেক সভ্যতা রামকে নিজেদের সাথে জুড়ে রেখেছিল। সমাজজীবন ও রাষ্ট্রজীবন যাতে সঠিক দিশা দর্শন পায় সেই কারণে সব সভ্যতা নিজেদের সাথে রাম ও রামনামকে জুড়ে রেখেছিল। এখন ইরাক থেকে একটা বড় খবর সামনে আসছে। ইরাকে ভগবান রামের খোদাই করা মূর্তি পাওয়া গেছে। ইরাকে যাওয়া  ভারতীয় প্রতিনিধিমন্ডল দেওয়ালে ছবি দেখতে পেয়েছে। এই বিষয় অযোধ্যা গবেষণা সংস্থান জানিয়েছে এটি ভগবান রামের একটি ছবি। এই দেওয়ালের চিত্র দরংবাদ-ই-চেলুতা শিলায় পাওয়া গেছে।

জানিয়ে দি, ইরাক এখন মুসলিম দেশ হলেও সৌদি আরবের মতো এখানেও সনাতন ধর্ম বিস্তৃত হয়ে ছিল। কিন্তু ইসলাম প্রবেশ হওয়ার সাথে সাথে সনাতন ধর্মের সংস্কৃতিগুলি মুছে ফেলা হয়। তবে এখনও বার বার ইরাক থেকে সনাতন সংস্কৃতির চিন্হ ফুটে বেরিয়ে আসে। যে এলাকার মূর্তি দেখা গেছে সেই এলাকা ইরাকের হোরেন শেখান এলাকায় যা এক সংকীর্ণ পথ দিয়ে পার হয়। এতে একটি বিবস্ত্র বুক থাকা রাজাকে দেখানো হয়েছে, যে ধনুকে তীর ধরে আছে, একটি তূণীর ও তার কোমরের পাট্টায় একটি ছুরি বা ছোট তলওয়ার লাগানো আছে। চিত্রের বিষয় অযোধ্যা গবেষণা সংস্থানের নির্দেশক যোগেন্দ্র প্রতাপ সিং বলেছেন যে পাশের ছবিটি হনুমানের ছবি। ইরাকের বিদ্যানদের দাবি হলো এই দেওয়ালের চিত্র পাহাড়ি জনজাতির প্রধান টার্ডুনি এর। ইরাকে ভারতীয় রাজ দুত প্রদীপ সিং রাজপুরোহিতের নেতৃত্বে প্রতিনীতিমন্ডল ইরাক গেছে।

এপ্রিল বাণিজ্য দূতাবাস এক ভারতীয় কূটনীতিজ্ঞ চন্দ্রমৌলি কর্ণ, সুলেমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং কুর্দিস্তানের ইরাকি গভর্নরও এই অভিযানে যোগ দিয়েছেন। অযোধ্যা গবেষণা সংস্থানের নির্দেশক যোগেন্দ্র প্রতাপ সিং দাবি করে যে বেলুলা দারে ভগবান রামের এই ছাপ প্রত্যক্ষ ভাবে প্রমান করে যে রামের প্রভাব কতটা বিস্তৃত ছিল। এই প্রতিনিধিমন্ডল  ভারতীয় ও মেসোপটেমিটা সংস্কৃতির মধ্যে সম্পর্কের বিস্তৃত অধ্যান করার জন্য বিচিত্রময় প্রমানকে একত্র করেছে। যোগেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন চিত্র তে থাকা রাজা ও বাদর, রাম এবং হনুমান। যদিও ইরাকে প্রত্নতত্ত্ববিদরা ও ইতিহাসকারেরা এটিকে ভগবান রামের সাথে যুক্ত করেননি। তারা বলেছে এটিকে প্রমাণিত করার জন্য নিখোঁজ লিংককে খুঁজতে হবে। আমরা গবেষণার জন্য ইরাক সরকারের থেকে অনুমতি চেয়েছি। অনুমতি পাওয়ার পর লিংক গুলিকে যুক্ত করার কাজ শুরু হবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2ZWkqxp
Bengali News
 

Start typing and press Enter to search