ওয়েবডেস্কঃ মুম্বাই পুলিশ (Mumbai Police) তাবলীগ জামাতের (Tablighi Jamaat) ১৫০ জনের বিরুদ্ধে আদেশ লঙ্ঘন করার অভিযোগে কড়া পদক্ষেপ নেয়। কোয়ারেন্টাইনের নিয়ম পালন না করা আর লকডাউনের লঙ্ঘন করার জন্য তাঁদের বিরুদ্ধে আইপিসি ধারা ২৭১ আর ১৮৮ এর অধীনে মুম্বাইয়ের আজাদ ময়দান পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও আইনের বিরুদ্ধে গিয়ে নিয়ম ভাঙার জন্য জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Mumbai: FIR registered against 150 people of Tablighi Jamaat, at Azad Maidan police station for violating quarantine orders (IPC Sec 271) & violating govt official preventive order (IPC Sec 188). FIR also registered under IPC Sec 269, besides the earlier two sections of 271 & 188
— ANI (@ANI) April 7, 2020
https://platform.twitter.com/widgets.js
মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, তাবলীগ জামাত থেকে রাজ্যে ফেরা ৫০ জন পলাতক। তাঁদের খোঁজ করা হচ্ছে। উনি বলেন, জামাত থেকে ফেরত ১৪০০ জনের মধ্যে ১৩৫০ জনের টেস্ট করানো হয়েছে। কিন্তু ৫০ জনের ফোন এখনো বন্ধ। দেশমুখ জানান, পুলিশকর্মীদের সাথে অভদ্রতা যারা করবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উনি বলেন, করোনা পজেটিভ রোগীদের চিকিৎসার জন্য মেডিকেল টিমের সাথে তিনজন পুলিশকর্মীও থাকেন।
আরেকদিকে, দিল্লী পুলিশ নরেলার (Narela) কোয়ারেন্টাইন কেন্দ্রে উপদ্রব করা দুইজনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে। ওই দুইজন ব্যাক্তিই নিজামুদ্দিনের তাবলীগ জামাতে (Tablighi Jamaat) অংশ নিয়েছিল, আর প্রশাসন তাঁদের দুজনকে মরকজ (Markaz) থেকে বের করে কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি করিয়েছিল। নরেলার কোয়েরান্টাইন সেন্টারের সাফাই কর্মীরা অভিযোগ করেছে যে, ৩১ মার্চ ওই দুই জামাতি নিজের ওয়ার্ডের বাইরেই প্রসাব করে দেয়।
The FIR also reads that the 2 people residing in that room have not been following the instruction of Health Dept/Govt, putting the life of people at risk and jeopardizing the entire containment measure. https://t.co/ywDcJwbzPx
— ANI (@ANI) April 7, 2020
https://platform.twitter.com/widgets.js
দিল্লী পুলিশের এফআইআরে লেখা হয় যে, ওই দুই অভিযুক্ত স্বাস্থ বিভাগ আর সরকার দ্বারা জারি নির্দেশিকা পালন করছিল না, আর মানুষের উপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিপদে ফেলার চেষ্টা করছিল। এরফলে করোনার বিরুদ্ধে করা যুদ্ধের অভিযান আরও সঙ্কটের সন্মুখিন হচ্ছিল।
from India Rag https://ift.tt/3aQvYrQ
Bengali News