লখনউঃ উত্তর প্রদেশের গাজিয়াবাদ সংসদীয় ক্ষেত্রের লোনী (Loni) বিধানসভা থেকে বিজেপির (BJP) বিধায়ক নন্দকিশোর গুর্জর (Nandkishor Gurjar) করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধির জন্য তাবলীগ জামাতকে (Tablighi Jamaat) দোষী বলে আখ্যা দেন। একটি ভিডিও ম্যাসেজ জারি করে বিধায়ক গুর্জর বলেন, ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র কষা হয়েছে। আর জামাতিদের বাহক হিসেবে পাঠানো হয়েছে।

শুধু তাই নয়, নিজামুদ্দিন মরকজের প্রধান মৌলানা সাদ (Maulana Saad) ভারত বিরোধী আন্তর্জাতিক শক্তির ইশারায় কাজ করেন বলে জানান তিনি। উনি দাবি করেন যে, মৌলানা সাদকে যেন শীঘ্রই ফাঁসি দেওয়া হয়। শুধু তাই নয়, বিজেপির বিধায়ক দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকেও তাবলীগ জামাতের ষড়যন্ত্রের অংশ বলে ওনাকে জেলে পাঠানোর দাবি করেন।
লোনীর বিধায়ক বলেন, গাজিয়াবাদের কোয়ারেন্টাইন হোমে নার্সদের সাথে জামাতিদের অভদ্রতা জঘন্যতম অপরাধ। এটাও ষড়যন্ত্রের অংশ। মৌলানা সাদ এর জন্য জামাতিদের ট্রেনিং দিয়েছেন। উনি বলেন, জামাতিরা দেবী স্বরুপ নার্সদের উপর থুতু ফেলেছে, এটা কোন ভাবেই সহ্য করা হবেনা। সবাই এখন মৌলানা সাদের ফাঁসির দাবি করছে।
বিধায়ক নন্দকিশোর গুর্জর অভিযোগ করেছেন যে, তাবলীগ জামাত দ্বারা করোনা ছড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। মৌলানা সাদ বিদেশী শক্তির ইশারায় কাজ করছে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। তাবলীগ জামাতিদের মানব বোমা রুপে ভারতে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এর জন্য সমান দায়ি। অরবিন্দ কেজরীবালকেও জেলে পাঠানো উচিৎ।
আপনাদের জানিয়ে দিই, নন্দকিশোর গুর্জর কিছুদিন আগে লকডাউন অমান্য করাদের গুলি মারার নিদান দিয়েছিলেন। এর সাথে সাথে উনি বলেছিলেন, যারা লকডাউন অমান্য করছে, তাঁরা জঙ্গি। যদি কেউ লকডাউন অমান্য করে, তাঁদের গুলি মারা উচিৎ। এমনকি পুলিশ গুলি মারলে বিধায়ক তাঁদের সন্মানিত করবে বলে জানিয়েছিলেন।
from India Rag https://ift.tt/2V4Aj3U
Bengali News