-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিপাকে মৌলানা সাদ! কোয়ারেন্টাইন শেষ হতেই দায়ের হল জামিন অযোগ্য ধারায় মামলা

- April 15, 2020

নয়া দিল্লীঃ তাবলীগ জামাতের (Tablighi Jamaat) আয়োজক মৌলানা সাদের (Maulana Saad) কোয়ারেন্টাইন পিরিওড শেষ হয়েছে। দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কড়া পদক্ষেপ নিয়ে তাবলীগ জামাতের সদস্যদের বিরুদ্ধে হত্যার চেষ্টা করার মামলা দায়ের করেছে। মৌলানা সাদের বিরুদ্ধেও আইপিসি ধারা ৩০৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, মৌলানা সাদের কারণে তাবলীগ জামাতের সদস্যেরা দেশে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে আর তাঁদের মধ্যে করোনার লক্ষণ পাওয়ার পর অন্যদের মধ্যেও করোনা ছড়িয়ে পড়ে।

আপনাদের জানিয়ে দিই, পুলিশ মৌলানা সাদকে ২ টি নোটিশ পাঠিয়ে তদন্তে সহযোগিতা করার কথা বলেছিল। কিন্তু মৌলানা সাদ নিজেকে কোয়ারেন্টাইনে পাঠানোর কথা বলে সামনে আসবে না বলে জানিয়ে দিয়েছিল। এর সাথে সাথে মৌলানা সাদ বলেছিল যে, যেহেতু মরকজ বন্ধ তাই এখন কোন তথ্য দেওয়া সম্ভব না। উল্লেখ্য, দিল্লী পুলিশ তল্লাশি চালিয়ে মরকজ থেকে অনেক নথি যোগাড় করেছিল আর সেগুলোর তদন্তও করেছিল। এবার পুলিশ মৌলানা সাদকে গ্রেফতার করে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে।

আরেকদিকে, বিহারের (Bihar) বিভিন্ন জেলা থেকে পুলিশ তাবলীগ জামাতের (Tablighi Jamaat) সাথে যুক্ত ৫৭ জন বিদেশীকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পাটনার বরিষ্ঠ পুলিশ আধিকারিক উপেন্দ্র শর্মা বলেন, কির্গিস্তানের মোট ১৭ জন বাসিন্দা ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিল, আর তাঁরা এদেশে এসে ধার্মিক প্রচার করছিল। উনি বলেন, এদের বিরুদ্ধে বিদেশী আইন অনুযায়ী মামলা দায়ের করে জেলে পাঠানো হয়েছে।

উল্লেখনীয়, ২৩ মার্চ পুলিশ এদের পাটনার দীঘা আর ফুলবাড়িশরীফ থানা এলাকা থেকে হেফাজতে নিয়ে রাদের পাটনায় মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল। করোনা ভাইরাসের সংক্রমণ না পাওয়ার পর তাঁদের আলাদা আলাদা জায়গায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।

কিষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস বলেন, পর্যটন ভিসায় ভারতে আসা ১০ ইন্দোনিশিয়ার আর এক মালয়েশিয়ার নাগরিককে ভিসার নিয়ম লঙ্ঘনের জন্য আর কিষাণগঞ্জে আসার পর পুলিশকে না জানানর পর এদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয়। উনি বলেন, ৩১ মার্চ তাঁদের মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল, আর সেটির রিপোর্ট চারদিন পর আসে। ওই রিপোর্টে কারোর মধ্যে করোনার সংক্রমণ দেখা যায়নি। আশিস বলেন, এই সমস্ত বিদেশীদের সাবধানতামূলক একটি স্থানীয় মসজিদে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

বিহারের অররিয়া জেলায় ভিসার নিয়ম লঙ্ঘন করার অভিযোগে তাবলীগ জামাতের সাথে জড়িত ১৮ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার ধুরত সায়লি জানান, গ্রেফতার করা বিদেশীদের মধ্যে ৯ জন মালয়েশিয়ার আর ৯ জন বাংলাদেশের। এদের মধ্যে মালয়েশিয়ার নাগরিকদের বিরুদ্ধে অররিয়া থানায় আর ৯ জন বাংলাদেশি নাগরিকদের মধ্যে নরপতগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লী থেকে অররিয়া পৌঁছান এই মালয়েশিয়ার নাগরিকদের ২৪ মার্চ মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু এদের মধ্যে করোনার লক্ষণ পায়া গেছিল না।



from India Rag https://ift.tt/3abRE0q
Bengali News
 

Start typing and press Enter to search