-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্যর্থ হল বামেদের প্রোপাগান্ডা! মোদীর ডাকে জনতা কার্ফু পালন করার জন্য প্রতিবদ্ধ সবাই

- March 20, 2020

নয়া দিল্লী: ১৯ তারিখ জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীকে একদিনের জন্য জনতা কার্ফু পালন করার আবেদন জানিয়েছিলেন। আগামী ২২ মার্চ রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোটা দেশে জনতা কার্ফু পালন করার আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদীর এই আবেদনের পর এক একটি রাজনৈতিক দল এক এক ভাবে প্রতিক্রিয়া দেয়। কংগ্রেস, এনসিপি সমেত বিরোধী দল গুলো যেমন মোদীর এই আবেদনকে সমর্থন করে একদিনের জন্য জনতা কার্ফু পালন করবে বলে জানিয়েছে। তেমনই তৃণমূল, সিপিএম এর মতো বিরোধী দল গুলো এই কার্ফুর বিরোধিতা করেছে। যদিও পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জনতা কার্ফুর আবেদনকে সমর্থন করেছেন।

সিপিএম যেমন এই কার্ফুকে সমর্থন করেনি, তেমন ভাবেই এরা এই কার্ফুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাঁদের দাবি অনুযায়ী, নরেন্দ্র মোদী করোনা তাড়াতে কোন সঠিক পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র কার্ফু পালন করতে বলেছেন আর হাত তালি দিতে এবং থালা বাসন বাজাতে বলেছেন।

যদিও বামেদের এই অভিযোগকে পাত্তা দিতে চাইছেন কেউই। ট্রেনে, বসে, রাস্তা ঘাটে এখন একটাই কথা তারা আগামীকাল জনতা কার্ফুকে সমর্থন করছে। সবরকম রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মোদীর আবেদনে একদিনের জনতা কার্ফু পালন করার জন্য বদ্ধপরিকর সবাই। নিজের স্বার্থে না, রাজনৈতিক দলের স্বার্থেও না। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত সবার।



from India Rag https://ift.tt/2wiDNHQ
Bengali News
 

Start typing and press Enter to search