ভোপালঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবল্পুরে করোনা ভাইরাসের (Coronavirus) চারটি মামলা সামনে এসেছে। এদের মধ্যে তিনজন একই পরিবারের। চতুর্থ ব্যাক্তি জার্মানি থেকে ফিরেছিলেন। মধ্যপ্রদেশে এটাই করোনা ভাইরাসের প্রথম মামলা।
জব্বলপুরের জেলা শাসক ভরত যাদব বলেন, এদের মধ্যে একই পরিবারের তিনজন সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন। আর চতুর্থ ব্যাক্তি জার্মানি থেকে ফিরেছেন।
আপনাদের জানিয়ে দিই, আজই করোনা ভাইরাসের প্রকোপ কমানোর জন্য মধ্যপ্রদেশের সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আজকের এই চারজন ছাড়া এর আগে রাজ্যে একটিও মামলা সামনে আসেনি। যদিও অনেককেই নজরে রাখা হয়েছে।
জানিয়ে দিই, উজ্জয়নে দুটি সন্দেহজনক মামলা সামনে এসেছে। এরপরে গোটা রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জারি আদেশে বলা হয়েছে যে, ইন্দোর জেলায় সীমান্তের বাইরে থেকে আসা ব্যাক্তিদের পরীক্ষা করানো হবে। এখনো পর্যন্ত এয়ারপোর্টেই যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এবার রেলওয়ে স্টেশনে, বাস স্ট্যান্ড এবং অন্যান্য জায়গা গুলোতেও পরীক্ষার ব্যবস্থা চালু করা হবে।
from India Rag https://ift.tt/2J4Wly0
Bengali News