-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাতারাতি আইসোলেশন ওয়ার্ডে বদলে গেলো ট্রেনের বগি, রেল জানাল আরও তিন লক্ষ বেড তৈরি করব আমরা

- March 28, 2020

নয়া দিল্লীঃ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (Coronavirus)। আর এই মারক ভাইরাসের কথা মাথায় রেখে ট্রেনের বগি গুলোকে আইসোলেশন ওয়ার্ডে (Isolation Ward) বদলানো হচ্ছে। রেলওয়ের (Indian Railway) তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর রেলে জগাধরি ওয়ার্কশপে ২৮ টি বগিকে আইসোলেশন ওয়ার্ডে বদলানো হয়েছে। রেলওয়ে জানিয়েছে যে, দরকার পড়লে এরকম তিন লক্ষ আইসোলেশন ওয়ার্ড বানাতে পারব।

২৮ টি নন এসি কোচকে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে। জগাধরি ওয়ার্কশপে পাঁচ আর AMV তে পাঁচটি বগিকে আইসোলেশন ওয়ার্ড বানানো হয়েছে। দুটি ওয়ার্কশপ প্রোটোটাইপ কোচ ফাইনাল স্টেজে আছে। শোনা যাচ্ছে যে, আরও ২৮টি কোচকে ১০ দিনের মধ্যে প্রস্তুত করা হবে। শোনা যাচ্ছে যে, প্রতিটি কোচের শেষ পার্টিশনের দরজা সরিয়ে দেওয়া হয়েছে। আর প্রতিটি কোচে ইন্ডিয়ান স্টাইল টয়লেটকে বাথিং রুমে বদলানো হচ্ছে।

টয়লেটে বালতি, মগ আর শোপ ডিস রাখা হয়েছে। এছাড়াও মিডিল বার্থকে খুলে দেওয়া হয়েছে। রেলওয়ের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নন এসি কোচের উপরের বার্থে ওঠার জন্য লাগানো সিঁড়ি খুলে নেওয়া হয়েছে। সেখানে মেডিকেল ইকুয়েপমেন্ট রাখা হবে। রেলওয়ের তরফ থেকে বলা হয়েছে যে, বগির চার্জিং স্লট গুলোকেও ঠিক করা হয়েছে। এর সাথে সাথে প্রতিটি কেবিনে প্ল্যাস্টিক পর্দাও লাগানো হচ্ছে।

স্বাস্থ মন্ত্রালয়ের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার দেশে ৮৭৩ টি পজেটিভ মামলা পাওয়া গেছে। যার মধ্যে ৭৭৫ টি অ্যাক্টিভ। এছাড়াও ৬৬ জন রিকভার হয়েছে আর ১৯ জনের মৃত্যু হয়েছে।



from India Rag https://ift.tt/2Us73Fj
Bengali News
 

Start typing and press Enter to search