-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মারধর, কালি খাওয়ার পর এবার জুতোর বাড়ি খেলো কানহাইয়া কুমার!

- February 17, 2020

বিহারে ‘জন গণ মন যাত্রা” করা বাম নেতা তথা জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ছাত্রসঙ্ঘের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) আরও একবার বিক্ষোভের সন্মুখিন হলেন। সোমবার লক্ষ্মীসরাইয়ে সভা করতে জান কানহাইয়া কুমার, আর সেখানেই বিক্ষোভের সন্মুখিন হতে হয় ওনাকে।

কানহাইয়ার সভা চলাকালীন শুধু হাঙ্গামাই হয়নি, এক যুবক স্টেজে কানহাইয়া কুমারকে উদ্দেশ্য করে চপ্পলও ছুঁড়ে মারে। এই ঘটনার পর অভিযুক্ত যুবককে মারধর করে কানহাইয়ার সমর্থকেরা। অনেক চেষ্টার পর পুলিশ অভিযুক্ত যুবককে ভিড়ের হাত থেকে ছাড়াতে সক্ষম হয়, আর তাঁকে হাসপাতালে ভর্তি করে।

কানহাইয়া কুমারের উপর জুতো ছোঁড়া যুবক জানায়, কানহাইয়া দেশের গদ্দার। সে দেশে দাঙ্গা করাতে চায়, কিন্তু সে তাঁর এই মনস্কামনা কখনো পূরণ করতে পারবে না। যুবক জানায়, কানহাইয়াকে কোন ভাবেই ছাড়া হবেনা। আমি গডসে প্রেমী, আমি একাই কানহাইয়ার মতো গদ্দারকে খতম করার জন্য যথেষ্ট। তাঁকে মারধর করা নিয়ে সে বলেন, দেশভক্তরা এসবের চিন্তা করেনা।

জন গণ মন যাত্রায় কানহাইয়া কুমার লক্ষ্মীসরাইয়ে সভা করছিল। আর সেই সময় এই ঘটনা ঘটে। এর আগেও শুক্রবার বিহারের আরায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কানহাইয়াকে। আরায় সভা করতে যাওয়ার সময় কানহাইয়ার কনভয়ে হামলা করা হয়। এই বিষয়ে পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে তিনজকে গ্রেফতার করে, আর ত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।



from India Rag https://ift.tt/3bHxTzH
Bengali News
 

Start typing and press Enter to search