নির্ভয়ার (Nirbhaya) দোষীদের ফাঁসির নতুন তারিখ নিয়ে শুনানির পর পাটিয়ালা হাউস কোর্ট (Patiala House Court) নয়া ডেথ ওয়ারেন্ট (Death Warrant) জারি করল। এবার দোষীদের ৩রা মার্চ সকাল ৬টায় ফাঁসি দেওয়া হবে। বিচারক নয়া ডেথ ওয়ারেন্ট নিজের চেম্বারে জারি করেন।
এর আগে শুনানির সময় দোষীদের আইনজীবী আদালতকে জানায় যে, বিনয় শর্মা ১১ ফেব্রুয়ারি থেকে অনশনে বসেছে।
আরেকদিকে, আজকে দোষী মুকেশের মা ছেলের জন্য নতুন আইনজীবী নিযুক্ত করার আবেদন আদালতে পেশ করেছে। এরপর মুকেশের জন্য নতুন আইনজীবী রবি কাজিকে নিযুক্ত করা হয়েছে। যে দোষী পবন শর্মার কেস আদালতে লড়ছে।
আরেকদিকে, দোষী অক্ষয় কুমার সিং এর আইনজীবী এসপি সিং বলছেন, অক্ষয় আবার নতুন করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন দাখিল করবে।
from India Rag https://ift.tt/39HP8ze
Bengali News