জম্মু কাশ্মীরের কুপওয়ারায় (Kupwara) বৃহস্পতিবার রাতে পাকিস্তানের (Pakistan) তরফ থেকে ভারতীয় সীমা লক্ষ্য করে গুলি চালানো (Ceasefire) হয়। ভারতীয় সেনা (Indian Army) সেই গুলির জবাবে পাল্টা হামলা চালায়। ভারতীয় সেনার পাল্টা ফায়ারিংয়ে খতম হয় পাকিস্তানের এক জওয়ান, আর কয়েকজন জওয়ান আহত হওয়ার খবর পাওয়া যায়।
সেনা সুত্র অনুযায়ী, পাকিস্তান আবারও ভারতে জঙ্গি ঢোকানোর জন্য উঠেপড়ে লেগেছে। সেনার সুত্র থেকে জানা যায় যে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম ঘাঁটিতে বিগত কয়েকদিন ধরে কিছু গতিবিধি নজরে আসছে। সুত্র জানায়, পাকিস্তানের এই গতিবিধি যে শুভ না সেটা বলাই বাহুল্য। তাঁরা ভারতে আবার জঙ্গি প্রবেশ করানোর চেষ্টা করছে।
আরেকদিকে পাকিস্তানের তরফ থেকে সীমান্তে থাকা বারুদের সুরঙ্গ গুলোতে আগুন ধরিয়ে বিস্ফোট করানো হয়েছে। তাঁরা এবার ওই সুরঙ্গের রাস্তা দিয়েই ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা চালাচ্ছে।
পাকিস্তান দ্বারা লাগাতার সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হচ্ছে। বারবার তাঁদের এই সিজফায়ারে বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যদিও ভারতীয় সেনা যেকোন চ্যালেঞ্জের সন্মুখিন হওয়ার জন্য প্রস্তুত। পাকিস্তানের এই রোজকার ষড়যন্ত্র ভারতীয় সেনা আগে থেকেই জেনে যাচ্ছে, আর সেই কারণে সেনা সীমান্তে আরও বেশি করে নজরদারি চালাচ্ছে।
from India Rag https://ift.tt/2PeBV95
Bengali News