-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

লোক দেখানো পাঁচ বছরের সাজা পেলো হাফিজ সইদ! টেরর ফান্ডিংয়ে অভিযুক্ত ছিল সে

- February 12, 2020


পাকিস্তানের (Pakistan) আদালত জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া (Jamat-ud-Dawa) এর প্রধান হাফিজ সইদকে (Hafiz Saeed) টেরর ফান্ডিং (Terror Funding) মামলায় দোষী সাব্যস্ত করেছে। আদালত জঙ্গিদের প্রধান আর মুম্বাইয়ের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদকে ৫ বছরের সাজা শোনায়।

লাহোরের জঙ্গি দমন আদালতের বিচারক আরশাদ হুসেইন ভুট্টা জামাত-উদ-দাওয়া এর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে জঙ্গি গতিবিধির জন্য টাকা উপলব্ধ করার দুটি মামলায় গত বৃহস্পতিবার সিদ্ধান্ত সুরক্ষিত রেখেছিল।

আধিকারিক সুত্র অনুযায়ী, অভিযোজন পক্ষ আদালতে সইদ আর তাঁর সাথীদের জঙ্গি গতিবিধির জন্য টাকা যোগান দেওয়ার অভিযোগ প্রমাণ করার জন্য ২০ জনকে আদালতে পেশ করা হয়েছিল। সইদকে কড়া সুরক্ষার মধ্য দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। উনি বলেন, সাইদের আইনজীবী ৩০ জানুয়ারি নিজের সমস্ত তর্ক আর প্রমাণ পেশ করে দিয়েছিল, আর অভিযোজন পক্ষ বৃহস্পতিবার আদালতে আরও প্রমাণ এবং তর্ক পেশ করে।

উল্লেখ্য, সাইদের বিরুদ্ধে পাঞ্জাবের সন্ত্রাসবাদ বিরোধী আদালত বিভাগ লাহোর আর গুঞ্জরবালায় একটি করা মামলা দায়ের করা হয়েছিল। ২০১২ সালে আমেরিকা সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে তাঁর মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল এই হাফিজ সইদ।



from India Rag https://ift.tt/2SGKD0C
Bengali News
 

Start typing and press Enter to search